খাগড়াছড়িতে সেনা-মুখোশ কর্তৃক এক ব্যক্তিকে আটক করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ
খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩

খাগড়াছড়ি সদর উপজেলার ১নং খাগড়াছড়ি ইউনিয়নের থলিপাড়া থেকে সেনাবাহিনী ও নব্যমুখোশ দুর্বৃত্তরা মিলে এক ব্যক্তিকে আটক করে অস্ত্র গুজে দিয়ে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
গতকাল বুধবার (১১ জানুয়ারি ২০২৩) রাত ৯টার সময় তাকে আটক করা হয় বলে জানা যায়।
আটক ব্যক্তির নাম নব রতন ত্রিপুরা (৪৫), পিতা- চন্দ্রবসু ত্রিপুরা, গ্রাম-পুনর্বাসন পাড়া, মাইসছড়ি ইউনিয়ন, মহালছড়ি, খাগড়াছড়ি।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতের বেলায় ভুক্তভোগী নব রতন ত্রিপুরা থলি পাড়ায় আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ খেতে যায়। রাত ৯টার দিকে সেনাবাহিনীর বিজিতলা সাব জোন থেকে সাদা পোশাকধারী ৩ জন সেনা সদস্য ও ২ জন মুখোশ সেখানে গিয়ে কোন কারণ ছাড়াই তাকে আটক করে বিজিতলা সাবজোনে নিয়ে যায়। মুখোশদের মধ্যে চন ত্রিপুরা (পিতা-কালিবন্ধু ত্রিপুরা) নামে একজনকে চিনতে পেরেছেন বলে গ্রামবাসীরা জানিয়েছেন।
ক্যাম্পে রাতভর আটক রেখে নির্যাতনের পর আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে তাকে অস্ত্র গুজে দিয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হলে পরে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আদালতে নেওয়া হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন