খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণে জড়িতদের দ্রুত সাজা কার্যকর করার দাবিতে মানিকছড়িতে মানববন্ধন

মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
“পাহাড়ে নারী নিরাপত্তার প্রধান হুমকি সেনা-সেটলার প্রত্যাহার কর” শ্লোগানে খাগড়াছড়ির ভাইবোনছড়ায় ৮ম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদের এবং ধর্ষকদের ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ দ্রুত সাজা কার্যকর করার দাবিতে মানিকছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই ২০২৫) সকালে পাহাড়ি ছাত্র পরিষদ ও নারী আত্মরক্ষা কমিটির উদ্যোগে এ মানবন্ধনের আয়োজন করা হয়। মানবন্ধনের আগে মিছিল করা হয়।
আনু মারমা সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য অংহ্লাচিং মারমা, পিসিপির খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক প্রাঞ্জল চাকমা।

খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র পথ সভার কারণে স্থানীয় পুলিশ প্রশাসন মানববন্ধন ৫ মিনিট দেরীতে করার জন্য অনুরোধ করেন। তারপরও যথাসময়ে মানববন্ধন শুরু করা হয়। পরে খাগড়াছড়ির যাওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির নেতা উত্তর অঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম মানববন্ধন স্থলে নেমে ভিডিও ধারণ করেন। সাথে থাকা বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরাও ভিডিও ফুটেজ নেন।
মানববন্ধনে ছাত্রনেতা অংহ্লাচিং মারমা খাগড়াছড়ির ভাইবোনছড়ায় সংঘবদ্ধ পাহাড়ি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় জড়িত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের ঘটনা নতুন কোন ঘটনা নয়। বান্দরবানে চিংমা খেয়াংকে গণধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনাসহ রয়েছে বিচার না হওয়া বহু নারী-শিশুদের ধর্ষনের ঘটনা।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে জনগণের ন্যায্য আন্দোলনকে দমন করার জন্য ইউপিডিএফ-এর চলছে অন্যায় দমন-পীড়ন, ধরপাকড়। তিন এ দমন-পীড়নের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি চট্টগ্রাম কারাগারে বিনা বিচারে ভান লাল রোয়াল বমের মৃত্যুর ঘটনাকে রাষ্ট্রীয় পরিকল্পিত কাঠামোগত হত্যাকাণ্ড বলে মন্তব্য করে এ ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি জানান।
মানববন্ধন থেকে তিনি অবিলম্বে ভাইবোনছড়া ধর্ষণ ঘটনায় জড়িত সকল আসামিকে গ্রেফতারপূর্বক নারী নির্যাতন দমন আইনে দ্রুত সাজা কার্যকর করা ও নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এছাড়া তিনি পার্বত্য চট্টগ্রামে চলমান সেনা অভিযানের নামে অন্যায় ধরপাকড়, তল্লাশি, হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।