খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থীকে গণধর্ষণের প্রতিবাদে পিসিপি-এইচডব্লিউএফের বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নে সেটলার বাঙালি কর্তৃক ৮ম শ্রেণির শিক্ষার্থীকে গণধর্ষণ ও ভাইবোনছড়ায় ছাত্র-জনতার বিক্ষোভে সেনাবাহিনীর হামলার প্রতিবাদে এবং ধর্ষণকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ), খাগড়াছড়ি জেলা শাখা।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) বিকাল ৩ টার সময় স্বনির্ভর থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি জেলা পরিষদ, রেডস্কয়ার, কলেজ গেইট হয়ে চেঙ্গী স্কোয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি অনিমেষ চাকমা, সাধারণ সম্পাদক তৃষ্ণাঙ্কর চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা।
অনিমেষ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে ফ্যাসিবাদী শাসনের কারণে নারী ধর্ষণসহ দমন-পীড়নের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। ভাইবোন ছড়ায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা তারই অংশ। পাহাড়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের নামে ধর্ষক, অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে পরিস্থিতি অবনতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, আজকে পাহাড় ছাড়াও সারাদেশে অরাজক পরিস্থিতি বিরাজ করছে। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যা ইচ্ছে তাই করে যাচ্ছে। আজকে ভাইবোনছড়ায় ৮ম শ্রেণির শিক্ষার্থীকে গণধর্ষণের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থী ও যুব সমাজের আয়োজিত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে সেনাবাহিনী অতর্কিত হামলা চালিয়েছে, লাঠিচার্জ করে শিক্ষার্থীদের আহত করেছে। সাংবাদিকসহ কয়েকজনের ওপর অমানুষিক শারীরিক নির্যাতন চালিয়েছে। অনেকের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে গেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এই হামলার ঘটনা প্রমাণ করে সেনাবাহিনী ধর্ষকদের রক্ষা করতে চায়। যার কারণে পাহাড়ি নারীরা ধর্ষণের শিকার হলেও সুষ্ঠু বিচার হয় না, অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয় না।
তিনি বান্দরবানে চিংমা খেয়াং নামে এক গৃহবধুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের এখনো গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন। পাহাড়ে সেনাশাসন বলবৎ থাকায় এমন পাহাড়িরা এমন বিচারহীনতার পরিস্থিতির শিকার হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

এন্টি বলেন, পাহাড়ি নারী ধর্ষণের ঘটনার বিচার পাহাড়ের মানুষ কোনদিন দেখেনি, বিচারও পায়নি। বাংলাদেশ স্বাধীন হবার পরবর্তী সেটলার বাঙালিদের অনুপ্রবেশ ঘটানোর পর থেকে পাহাড়ি নারী-শিশুরা ধর্ষণ-নিপীড়নের শিকার হচ্ছে।
বিচার ও সাজা না হওয়ার কারণে সেটলাররা পাহাড়ি নারীদের দানবের মতো ঝাপিয়ে পড়ছে। ভাইবোনছড়া ঘটনায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে হয়তো কয়েকদিনের মধ্যেই তাদেরকে মুক্তি দেওয়া হবে। অতীতেও এমন বহু উদাহরণ রয়েছে। এ যাবত পাহাড়ি নারী ধর্ষণের ঘটনায় কোন ধর্ষকের দৃষ্টান্তমূলক বিচার ও সাজা হয়নি।
এন্টি চাকমা আরো বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকে পাহাড়ে বিএনপি বেপরোয়া হয়ে উঠেছে। পাহাড়ে সাম্প্রদায়িক হামলা ও নারী ধর্ষণ-নিপীড়ন চলছে তাদের নেতৃত্বে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর এখন তারাই ফ্যাসিস্ট হয়ে দেখা দিয়েছে।

সমাবেশে থেকে বক্তারা অবিলম্বে ভাইবোনছড়ায় পাহাড়ি শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় জড়িত সকল ধর্ষককে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি দেয়া; ভাইবোনছড়ায় শিক্ষার্থী ও যুব সমাজের আয়োজিত শান্তিপূর্ণ মিছিলে হামলাকারী সেনা সদস্যদের বিচার এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশ শেষে আবারো চেঙ্গী স্কোয়ার থেকে একটি মিছিল স্বনির্ভরে গিয়ে শেষ হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।