খাগড়াছড়িতে ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে দীঘিনালায় শিক্ষার্থীদের বিক্ষোভ

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় ৮ম শ্রেণির পাহাড়ি ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১:০০টা সময় বড়াদম চৌরাস্তায় থেকে শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন। মিছিলটি বড়াদাম বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে কলেজ ছাত্র বিভাস চাকমা ও স্কুল ছাত্রী আদর্শী চাকমা বক্তব্য রাখেন।
বিভাস চাকমা বলেন, খাগড়াছড়িতে ৮ম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পার্বত্য চট্টগ্রামে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটলেও অপরাধীদের কোন বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। তিনি অবিলম্বে ধর্ষেণের ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
আদর্শী চাকমা বলেন, গতকাল রাতে খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় তিন জন বাঙালি কর্তৃক ৮ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় তীব্র ঘৃণা ও ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।
সমাবেশ থেকে বক্তারা স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ থেকে জুম্ম ছাত্র জনতার ঘোষিত আগামীকাল (বৃহস্পতিবার) আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচির সমর্থন জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।