খাগড়াছড়ির কমলছড়িতে পাহাড়িদের উপর হামলার প্রতিবাদে লক্ষীছড়িতে বিক্ষোভ

লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
‘পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল বন্ধ কর’ শ্লোগানে খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়িতে ভূমি বেদখলের জের ধরে সেটলার বাঙালি কর্তৃক পাহাড়িদের উপর হামলার প্রতিবাদে লক্ষীছড়িতে বিক্ষোভ মিছিল করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম।
আজ শুক্রবার (১৫ জানুয়ারি ২০২৬) বেলা ২টার দিকে লক্ষীছড়ি উপজেলাধীন বড়পাড়া এলাকায় এই বিক্ষোভের আয়োজন করা হয়।
মিছিলে এলাকার সচেতন শিক্ষার্থী, যুবক-নারীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা কমলছড়িতে সেটলার হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা বলেন, গত ১৪ জানুয়ারি বিকালে খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ির হেডম্যান পাড়া এলাকায় সেটলার বাঙালিরা ভূমি বেদখলের উদ্দেশ্যে পাহাড়িদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তিন জন পাহাড়িকে গুরুতর জখম করেছে। আহতদের মধ্যে বিমল ত্রিপুরা আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে এই ধরনের হামলা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। যখন থেকে পার্বত্য চট্টগ্রামে সেটলার বাঙালি পুনর্বাসন করা হয়েছে তখন থেকেই পাহাড়িদের উপর হামলা, জোরপূর্বক জায়গা-জমি দখল, উচ্ছেদসহ সাম্প্রদায়িক হামলা, হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়ে আসছে। কিন্তু এই রাষ্ট্র বা রাষ্ট্রের কোনো সরকার তার বিচার করেছে বলে কোন দৃষ্টান্ত নেই।
সমাবেশে থেকে বক্তারা অবিলম্বে কমলছড়ি হামলায় সাথে জড়িত সেটলারদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, আহতদের জন্য সুচিকিৎসা ব্যবস্থা করা ও ভূমি বেদখল বন্ধসহ সেটলার বাঙালিদের সমতলে পুনর্বাসনের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
