খাগড়াছড়ির কমলছড়িতে পাহাড়িদের ওপর সেটলার হামলার প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ

0


মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

“পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল বন্ধ কর” শ্লোগানে খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়িতে ভূমি বেদখলের জেরে সেটলার বাঙালি কর্তৃক পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম, গুইমারা-মাটিরাঙ্গা উপজেলা শাখা।

‎আজ শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) বেলা ২টার দিকে মাটিরাঙ্গা উপজেলার সীমান্ত সড়কের ধনিরাম পাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সীমান্ত সড়ক প্রদক্ষিণ করে লক্ষীছড়া বিজিবি ক্যাম্প এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে এলাকার সচেতন শিক্ষার্থী, যুবক, নারীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

‎মিছিল পরবর্তী সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি রনি ত্রিপুরার সভাপতিত্বে ও পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা উপজেলা সাধারণ সম্পাদক অর্জুন মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য রিকেন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের গুইমারা উপজেলা শাখার সভাপতি নিকেল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের গুইমারা উপজেলা শাখার দপ্তর সম্পাদক সুমন মারমা ও ইউপিডিএফ সংগঠক বিকাশ ত্রিপুরা।


সমাবেশে বক্তারা বলেন, গত ১৪ জানুয়ারি বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় ভূমি বেদখলের উদ্দেশ্যে সেটলার বাঙালিরা এক মারমা বাগানচাষী ও তার বাগানে কাজ করা পাহাড়ি শ্রমিকদের ওপর  ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে বিমল ত্রিপুরা, মিলন চাকমা ও থোয়াইহ্লা অং মারমা গুরুতর আহত হন। আহতদের মধ্যে বিমল ত্রিপুরা আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‎বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে এ ধরনের হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সেটলার বাঙালি পুনর্বাসনের পর থেকেই পাহাড়িদের ওপর ধারাবাহিকভাবে হামলা, জোরপূর্বক ভূমি দখল, উচ্ছেদ, সাম্প্রদায়িক সহিংসতা ও হত্যাকাণ্ড সংঘটিত হয়ে আসছে। কোন সরকারের আমলেই আমরা এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার ও নিরাপত্তা পাইনি। ভবিষতেও পাবে আমরা আশা করতে পারি না।

তারা বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় ২০০৩ সালে মহালছড়িতে পাহাড়িদের ওপর সেটলারদের হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, খুন, নারী ধর্ষণের মতো ঘটনা আমরা দেখেছি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসতে না আসতে আমরা কমলছড়ির ঘটনা দেখতে পেয়েছি।

বক্তারা খাগড়াছড়িতে পাহাড়িদের বিরুদ্ধে নীলনক্সা চলছে উল্লেখ করে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।

‎সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে কমলছড়ি হামলার সঙ্গে জড়িত সেটলারদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা, পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল বন্ধ করা এবং সেটলার বাঙালিদের সমতলে সম্মানজনক পুনর্বাসনের দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More