খাগড়াছড়ির গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তিন সংগঠনের আধাবেলা অবরোধ চলছে

0

গুইমারার বাইল্যাছড়ি এলাকায় সড়কে আগুন জ্বালিয়েছে পিকেটাররা। 

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

গত ৭ সেপ্টেম্বর মানিকছড়ি -গুইমারা সীমান্ত তবলা পাড়ায় গুলি বর্ষণ ও সন্ত্রাসের সাথে জড়িত ৬ সশস্ত্র ঠ্যাঙাড়ে সন্ত্রাসীকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে গ্রেফতার না করায় এবং সন্ত্রাসীদের রক্ষায় কালাপানিতে  জনতার ওপর সেনা হামলার প্রতিবাদে আজ বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটির ডাকে খাগড়াছড়ি টু ঢাক-চট্টগ্রাম সড়ক ও খাগড়াছড়ি টু সাজেক পর্যটন সড়কে আধাবেলা অবরোধ কর্মসূচি চলছে।

সকাল ৬টা থেকে উক্ত সড়কগুলোর বিভিন্ন স্থানে টায়ার ও আগুন জ্বালিয়ে এবং গাছের গুড়ি ফেলে পিকেটাররা পিকেটিং করছে। দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি চলবে।

অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

রামগড়ে খাগড়াছড়ি-ঢাকা সড়কে আগুন জ্বালিয়ে  অবরোধ কর্মসূচি পালন করছে পিকেটাররা।

খাগড়াছড়ি সদরের ফায়ার সার্ভিস এলাকায় (খাগড়াছড়ি টু ঢাকা-চট্টগ্রাম-রাঙামাটি সড়ক) সড়কে টায়ার জ্বালিয়েছে পিকেটাররা।
রামগড়ে খাগড়াছড়ি-ঢাকা সড়কে আগুন জ্বালিয়ে  অবরোধ কর্মসূচি পালন করছে পিকেটাররা।
সাজেক পর্যটন সড়কের উজোবাজার এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করছে পিকেটাররা।
মানিকড়িতে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং।
গুইমারায় খাগড়াছড়ি টু ঢাকা-চট্টগ্রাম সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ পালন করছে পিকেটাররা।
সাজেক পর্যটন সড়কের বাঘাইহাট ১০ নম্বর এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং। 
সাজেক পর্যটন সড়কের মারিশ্যা ৯ কিলো এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং। 

সকাল ৮টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর সকাল ১০টার সময় সেনা মদতপুষ্ট ৬জন সশস্ত্র ঠ্যাঙাড়ে সন্ত্রাসী তবলা পাড়ায় গিয়ে গুলি বর্ষণ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে স্থানীয় জনতা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করে তাদেরকে আটক করে। পরে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে তাদেরকে জনতার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ছেড়ে দেয়। এ সময় কালাপানি এলাকায় বিক্ষুব্ধ জনতা প্রতিবাদ জানালে সেনাবাহিনী তাদের ওপর হামলা চালায়, লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে। এতে অনেকে আহত হয়।

উক্ত ৬ ঠ্যাঙাড়ে সন্ত্রাসীকে গ্রেফতারে তিন সংগঠনের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত সময় বেঁধে দেয়। কিন্তু প্রশাসন সন্ত্রাসীদের গ্রেফতার না করায় তারা আজকের এই অবরোধ কর্মসূচির ডাক দেয়।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More