খাগড়াছড়ির বিজিতলা সেনা ক্যাম্পের পাশে মুখোশদের প্রকাশ্যে চাঁদাবাজি!

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
খাগড়াছড়ি সদর উপজেলার ১নং খাগড়াছড়ি ইউনিয়নের বিজিতলা সেনা ক্যাম্পের পাশে ঠ্যাঙাড়ে নব্যমুখোশদের প্রকাশ্যে চাঁদাবাজির খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি অজিত, সক্ষম ও রুবেলসহ কয়েক জন মুখোশ দুর্বৃত্ত বিজিতলা সেনা ক্যাম্পের ৫০ গজ দূরত্বে সশস্ত্রভাবে অবস্থান নিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে।
এলাকার জনগণ তাদের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ করলে মুখোশ সদস্য অজিত তাদেরকে বিজিতলা সেনা ক্যাম্প থেকে চাঁদা তোলার নির্দেশ দেয়া হয়েছে বলে সাফ জানিয়ে দিয়েছে।
এ বিষয়ে ২নং রাবার বাগান প্রকল্প এলাকার এক কার্বারি জনগণ হয়রানির শিকার হবেন আশঙ্কায় সেখানে প্রকাশ্যে চাঁদা না তুলতে মুখোশ সদস্য অজিতকে অনুরোধ জানালে এতে উত্তেজিত হয়ে অজিত তাকে বলে, ‘সেনাবাহিনীই আমাদেরকে চাঁদা তুলতে বলেছে’।
এ সময় অজিত তাঁকে আরো বলে যে, ‘তোমরা মাইসছড়ি বাজার বন্ধ করেছো, প্রয়োজনে এই বিজিতলার ছোট বাজারও আমরা বন্ধ করে দেবো’।
এক পর্যায়ে মুখোশ অজিত ওই কার্বারিকে দেখে নেয়ার হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে কার্বারীসহ এলাকার জনগণ এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে এলাকার লোকজন জানিয়েছেন।
উল্লেখ্য, মাইসছড়িতে সেটলার কর্তৃক মংশিপ্রু চৌধুরীর রেকর্ডিয় জমি বেদখলের প্রতিবাদে মাইসছড়ি ভূমি রক্ষা কমিটির আহ্বানে এলাকার জনগণ গত আড়াই মাসের অধিক সময় ধরে স্বতঃস্ফূর্তভাবে মাইসছড়ি বাজার বর্জন করেছে।
অপরদিকে জনগণের এই বাজার বর্জনের বিরুদ্ধে দাঁড়িয়ে বাজারটি খুলে দেওয়ার আশ্বাস দিয়ে মুখোশ অজিত গংরা সেটলার বাঙালিদের কাছ থেকে এক লাখ টাকা নিয়ে জনগণের ওপর নানা চাপ সৃষ্টি করে যাচ্ছে। কিন্তু নানা ষড়যন্ত্র সত্ত্বেও তারা বাজার খুলে দিতে ব্যর্থ হয়।
যার কারণে মুখোশরা এখন বিজিতলায় পাহাড়িদের বিকল্প বাজার বন্ধ করে দেয়ার চক্রান্ত হিসেবে সেখানে প্রকাশ্যে চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।