খাগড়াছড়ির ভাইবোনছড়ায় স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে লক্ষীছড়িতে মানববন্ধন

লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২১ জুলাই ২০২৫
“পাহাড়ে নারী নিরাপত্তার প্রধান হুমকি সেনা-সেটলার প্রত্যাহার কর” এই শ্লোগানে খাগড়াছড়ির ভাইবোন ছড়ায় ৮ম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের ‘নারী শিশু নির্যাতন দমন আইনে’ দ্রুত সাজা কার্যকর করার দাবিতে লক্ষীছড়িতে চার সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ সোমবার (২১ জুলাই ২০২৫) সকাল সাড়ে ১০টায় লক্ষীছড়ি সদর ইউনিয়নের যতীন্দ্র কার্বারি পাড়ায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। হিল উইমেন্স ফেডারেশন, নারী আত্মরক্ষা কমিটি, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও পাহাড়ি ছাত্র পরিষদ যৌথভাবে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে এলাকার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে হিল উইমেন্স ফেডারেশনের লক্ষীছড়ি উপজেলা শাখার অর্থ সম্পাদক মনিকা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষীছড়ি উপজেলা সাধারণ সম্পাদক রুপায়ন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের লক্ষীছড়ি উপজেলা সাধারণ সম্পাদক এলি চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের লক্ষীছড়ি উপজেলা শাখার সদস্য রুপসী চাকমা ও নারী আত্মরক্ষা কমিটির লক্ষীছড়ি উপজেলা শাখার সদস্য রুনা চাকমা।
বক্তারা ভাইবোনছড়া ৬ জন সেটলার কর্তৃক ৮ম শ্রেণির পাহাড়ি স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষ একটা স্বাধীন, অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখলেও, তার পরিবর্তে ধর্ষণ, অত্যাচার, দমন-পীড়ন, সাম্প্রদায়িক হামলার মতো নৃশংস ঘটনার শিকার হচ্ছে। বর্তমান অন্তবর্তীকালীন ইউনুস সরকার অতীতের ফ্যাসিস্ট সরকারগুলো চেয়েও নিকৃষ্টভাবে পাহাড়ে সেনা-সেটলারদের লেলিয়ে দিয়ে পাহাড়িদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে সংঘটিত ধর্ষণ, খুন, সাম্প্রদায়িক হামলার বিচারের কোন উদ্যোগ এ সরকার গ্রহণ করেনি।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে ভাইবোনছড়ায় ৮ম শ্রেণির পাহাড়ি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত সকল ধর্ষকদের গ্রেফতারপুর্বক যথাযথ বিচার ও সর্বোচ্চ শাস্তি, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সেনা-সেটলার প্রত্যাহারের জোর দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।