খাগড়াছড়ির ভাইবোনছড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মহালছড়িতে মানববন্ধন

মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২১ জুলাই ২০২৫
খাগড়াছড়ির ভাইবোনছড়ায় ৮ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দ্রুত সাজা কার্যকরের দাবিতে মহালছড়ির লেমুছড়ি ও ১নং খাগড়াছড়ি সদর ইউনিয়নের চম্পাঘাটে পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার (২১ জুলাই ২০২৫) দুপুর ১:০০টার সময় খাগড়াছড়ি ১নং সদর ইউপির চম্পাঘাট ও মহালছড়ির লেমুছড়ি এলাকায় খাগড়াছড়ির ভাইবোন ছড়ায় ৮ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে পিিসিপি, এইচডব্লিউএফ, ডিওয়াইএফ, পার্বত্য নারী সংঘ ও মহালছড়ি এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়ে।
জুকেশ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন কবিতা চাকমা, রিমন ত্রিপুরা, লিসা চাকমা ও সাবিত্রী ত্রিপুরা।

‘পাহাড়ে নারী নিরাপত্তার প্রধান হুমকি সেনা-সেটলার প্রত্যাহার কর’ এই ব্যানার শ্লোগাানে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ২৭ জুন রাতে ভাইবোনছড়া বাজার এলাকায় এক আত্মীয়ের বাড়িতে রাতযাপনকালে বিএনপি রাজনীতির সাথে যুক্ত ৬ জন সেটলার বাঙালি ৮ম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। ভুক্তভোগী ছাত্রী পরে বিষমাণ করে আত্মহত্যার চেষ্টা করে বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে।
তারা বলেন, ঘটনা জানজানি হওয়ার পর পুলিশ অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করলেও বাকী ৩ জন এখনো পলাতক রয়েছে। বিএনপি এ ঘটনা ধামাচাপ দিয়ে রাখতে নানা ষড়যন্ত্র করছে।
বক্তারা অবিলম্বে ধর্ষণের সাথে জড়িত সকলকে গ্রেফতার করে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।