খাগড়াছড়ির মানিকছড়িতে পাহাড়ি নারী ধর্ষণের প্রতিবাদে সাজেকে বিক্ষোভ
সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩

‘নারীদের সম্ভ্রম রক্ষার্থে এক হও, গণপ্রতিরোধ গড়ে তোল’ শ্লোগানে খাগড়াছড়ি মানিকছড়িতে ৩ জন সেটলার বাঙালি কর্তৃক এক পাহাড়ি নারীকে গণধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটির সাজেকে দুই স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৭ অক্টোবর ২০২৩) বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা শাখার যৌথ উদ্যোগে সাজেকের বাঘাইহাট ও মাচলঙে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী বাঘাইহাটের রেটকাবা দ্বপদা এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা শাখা সাধারণ সম্পাদক রুপসী চাকমা সভাপতিত্বে ও পিসিপি’র বাঘাইছড়ি উপজেলা শাখা সাধারণ সম্পাদক সত্য চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখা সভাপতি বিরো চাকমা, পিসিপি’র বাঘাইছড়ি উপজেলা শাখা সভাপতি অজল চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন বাঘাইছড়ি উপজেলা শাখা সদস্য অর্পনা চাকমা।

বক্তারা মানিকছড়িতে পাহাড়ি নারীকে গণধর্ষণের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে দিন দিন ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। ধর্ষকদের উপযুক্ত শাস্তি না দেওয়ার কারণে পার পেযে একই ঘটনা বার বার ঘটাচ্ছে।
তারা আরো বলেন, ১৯৯৬ সালে সেনা কর্মকর্তা লে. ফেরদৌস ও তার সহযোগীদের দ্বারা কল্পনা চাকমাকে অপহরণসহ পার্বত্য চট্টগ্রামে এ যাবত পাহাড়ি নারীর ওপর সংঘটিত ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, যৌন নিপীড়নের ঘ্টনায় সুষ্ঠু বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। ফলে পাহাড়ি নারীরা আজ চরম নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছেন।
বক্তারা নারীদের সম্ভ্রম রক্ষার্থে সকল নারী, মা-বোনদের এক হয়ে লড়াই করার আহ্বান জানান।
তারা অবিলম্বে খাগড়াছড়ির মানিকছড়িতে ধর্ষণকারী সেটলারদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

অপরদিকে, ইউপিডিএফ, গণতান্ত্রিক যুব ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের ব্যানারে সাজেকের মাচলঙেও বিক্ষোভ প্রদর্শিত হয়। গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি নিউটন চাকমার সভাপতিত্বে ও নয়ন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সদস্য উজ্জ্বলা চকামা ও ইউপিডিএফ সংগঠক সুমন চাকমা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন