খাগড়াছড়ির মানিকছড়িতে নারীকে গণধর্ষণ ও লংগদুতে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে কুদুকছড়িতে বিক্ষোভ

0

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩

খাগড়াছড়ির মানিকছড়িতে ৩ জন সেটলার কর্তৃক এক পাহাড়ি নারীকে গণধর্ষণ ও লংগদুতে পাহাড়ি স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে রাঙাামটির কুদুকছড়িতে বিক্ষোভ মিছিল করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম, রাঙামাটি জেলা শাখা।

আজ শুক্রবার (২৭ অক্টোবর ২০২৩) বিকাল ৩ টা সময় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।  মিছিল পরবর্তী অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি রিপন আলো চাকমা।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের মত ন্যাক্কারজনক ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিনত হয়েছে। পাহাড়িদের ওপর জাতিগত নিপীড়নের অংশ হিসেবে হিসেবে অন্যায় দমন-পীড়নের পাশাপাশি ধর্ষণকেও হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

খাগড়াছড়ির মানিকছড়িতে গত ২৫ অক্টোবর পাহাড়ি নারীকে গণধর্ষণ আর রাঙামাটির লংগদুতে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনা কোন বিচ্ছিন্ন নয় উল্লেখ করে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে যুগ যুগ ধরে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটলেও একটি ঘটনারও সুষ্ঠূ বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। যার ফলে ধর্ষকরা ধর্ষণের মত জঘন্য ঘটনা সংঘটিত করতে উৎসাহিত হচ্ছে।

পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের মেডিকেল রিপোর্টের ওপর গোপন নিষেধাজ্ঞা জারি রাখার অভিযোগ করে রিপন আলো চাকমা বলেন, সেনা-গোয়েন্দাদের গোপন নিষেধাজ্ঞার কারণে ধর্ষণের মেডিকেল রিপোর্টে বরাবরই নেগেটিভ রিপোর্ট দেয়া হয়। যার কারণে ধর্ষকরা পার পেয়ে বার বার এ ধরনের ধর্ষণের ঘটনা ঘটাচ্ছে।

তিনি নারীদের সম্ভ্রম রক্ষার্থে ঐক্যবদ্ধ হয়ে ধর্ষকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য মা-বোনদের প্রতি আহ্বান জানান।

সমাবেশ থেকে তিনি অবিলম্বে মানিকছড়িতে পাহাড়ি নারীকে গনধর্ষণ ও লংগদুতে পাহাড়ি স্কুলছাত্রীকে ধর্ষণ প্রচেষ্টায় জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন পিসিপি’র কেন্দ্রীয় সদস্য শান্ত চাকমা ও রাঙমাটি জেলা সাধারণ সম্পাদক তনুময় চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা সভাপতি রিমি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলা শাখার সদস্য কার্বন চাকমা প্রমুখ।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More