খাগড়াছড়ির মানিকছড়ি ও দীঘিনালায় ইউপিডিএফ’র দুই সদস্যকে হত্যার প্রতিবাদে কাউখালীতে বিক্ষোভ
কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ০৫ এপ্রিল ২০২৩

খাগড়াছড়ি মানিকছড়িতে হ্লাচিং মং মারমা (ঊষা মারমা) ও দীঘিনালায় ত্রিদিপ চাকমা হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও বিচারসহ সেনা মদদপুষ্ট ঠ্যাঙারে বাহিনী ভেঙ্গে দেয়ার দাবিতে তিন সংগঠন উদ্যোগে রাঙামাটির কাউখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৫ এপ্রিল ২০২৩) বিকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে পাহাড়ি ছাত্র পরিষদের কাউখালী উপজেলার সদস্য বৈশাখী চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গনতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলা প্রতিনিধি ক্যাথুই মারমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক ঈশা চাকমা, পিসিপি’র কাউখালী উপজেলার সাধারণ সম্পাদক দীপায়ন চাকমা।
বক্তারা বলেন, সরকার সমাজে বখাটে যুবকদের দিয়ে সরকার ও রাষ্ট্রীয় বহিনী নব্যমুখোশদের মতো ঠ্যাঙারে বাহিনী সৃষ্টি করে পার্বত্য চট্টগ্রামে জনগণের প্রতিনিধিত্বকারী দল ইউপিডিএফ নেতা-কর্মীদের হত্যাযজ্ঞে মেতে উঠেছে। শুধু তাই নয়, এখন সেটলার বাঙালিদের দিয়েও ইউপিডিএফ কর্মী হত্যা করা হচ্ছে।
বক্তারা নব্যমুখোশসহ ঠ্যাঙারে বাহিনী ভেঙে দেয়ার দাবি জানিয়ে বলেন, এরা জাতি ও সমাজের সাথে শত্রুতায় লিপ্ত হয়েছে। তারা জাতি ও সমাজকে ক্ষতিসাধন করছে। সরকারকে এসব ঠ্যাঙারে বাহিনীকে অবশ্যই ভেঙে দিতে হবে।
বক্তারা অবিলম্বে দীঘিনালায় ত্রিদিব চাকমাকে হত্যাকারী নব্যমুখোশ সন্ত্রাসীদের এবং মানিকছড়িতে উষা মারমাকে হত্যাকারী সেটলার বাঙালিদের গ্রেফতারপূর্বক যথাযথ বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন