খাগড়াছড়ির শিবমিন্দর এলাকায় সেনাবাহিনীর অভিযান, ৭ গ্রামবাসীকে আটকের খবর

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের শিবমন্দির এলাকা থেকে সেনাবাহিনী অন্তত ৭ গ্রামবাসীকে আটক করেছে বলে খবর পাওয়া যাচ্ছে।
জানা গেছে, আজ সোমবার (২১ এপ্রিল ২০২৫) ভোরে বিপুল সংখ্যক সেনা সদস্য শিবমন্দির এলাকার পূর্ণ চন্দ্র কার্বারী পাড়ায় অভিযান পরিচালনা করে। এ সময় তারা গ্রামবাসীদের জিম্মি করে ঘরবাড়ি তল্লাশিসহ নানা হয়রানি করে।
এ সময় সেনারা অন্তত ৭ গ্রামবাসীকে আটক করেছে বলে খবর এসেছে। তবে এ বিষয়ে বিস্তারিত এখনো জানা সম্ভব হয়নি এবং আটককৃতদের পরিচয়ও পাওয়া যায়নি।
শিবমন্দির ছাড়াও বাউরো পাড়া বৌদ্ধবিহারসহ আশে-পাশের এলাকায়ও সেনারা অভিযান চালায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
জেএসএস সন্তু গ্রুপের ছাত্র সংগঠনের অভিযযোগের ভিত্তিতে কথিত “অপহরণ” হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে উদ্ধারের নামে সেনাবাহিনীর এমন অভিযানে এলাকার জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।