খাগড়াছড়ির স্কুলছাত্রী ধর্ষকদের দ্রুত সাজা কার্যকর করার দাবিতে নান্যাচরে মানববন্ধন

0


নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ২১ জুলাই ২০২৫

খাগড়াছড়ির ভাইবোনছড়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের “নারী ও শিশু নির্যাতন দমন আইনে” দ্রুত সাজা কার্যকর করার দাবিতে রাঙামাটির নান্যাচর উপজেলার টিএন্ডটি বাজারে মানববন্ধন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম, নান্যাচর উপজেলা শাখা।

আজ সোমবার (২১ জুলাই ২০২৫) বেলা ২ টার সময় “পাহাড়ে নারী নিরাপত্তার প্রধান হুমকি সেনা-সেটলার প্রত্যাহার কর” ব্যানার শ্লোগাানে আয়োজিত মানববন্ধনে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও তিন সংগঠনের নেতা-কর্মী অংশগ্রহণ করেন।


মানববন্ধনে গণতান্ত্রিক যুব ফোরামের নান্যাচর উপজেলা সভাপতি প্রিয়তন চাকমার সভাপতিত্বে ও পাহাড়ি ছাত্র পরিষদের নান্যাচর উপজেলা শাখার সদস্য সুপন চাকমার সঞ্চালনায় বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি তনুময় চাকমা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কুমেন্টু বিকাশ চাকমা ও নান্যাচর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সেন্ট্রু চাকমা।

তনুময় চাকমা বলেন, চব্বিশের অভ্যুত্থানের পরবর্তী সময়েও আমাদের এমন লোমহর্ষক ঘটনার প্রতিবাদে রাজপথে নামতে হবে আমরা আশা করিনি। অভ্যুত্থানের পরবর্তী সময়ের এমন ঘটনা প্রমাণ করে, রাষ্ট্র ক্ষমতায় যে দলই আসুক না কেন পাহাড়িদের ভাগ্য পরিবর্তন হবে না।

অতীতে এরশাদ, হাসিনা, জিয়া শাসনামল আমরা অতিক্রম করে এসেছি। নির্বাচনের আগে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার জন্য নানা আশা-আকাঙ্ক্ষার স্বপ্ন দেখালেও বাস্তবে একটিও পূরণ করা হয়নি।


যারা আজকে নিজের পকেট ভরার জন্য বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে তাদের ধিক্কার জানাই।

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, যারা ব্যক্তিস্বার্থের জন্য ভূমি বেদখলকারী, সেটলার অনুপ্রবেশকারী ও বোনের ধর্ষকদের সঙ্গ দিচ্ছে, তাদের ছাড় দেওয়া হবে না। পার্বত্য চট্টগ্রামের মাটিতে জনতার আদালতে তাদের বিচার নিশ্চিত করা হবে।

তিনি বলেন, পাহাড়ে নারী নিরাপত্তার প্রধান হুমকি সেনা ও সেটলার। ধর্ষকদের শাস্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে সেনাবাহিনীর ন্যাক্কারজনক হামলায় সেটি প্রমাণ করেছে।

পাহাড়ে নারী নিরাপত্তার জন্য সেনা-সেটলার প্রত্যাহার করে পার্বত্য চট্টগ্রামকে বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণা দাবি জানান তিনি।

কুমেন্টু চাকমা বলেন, ধর্ষণের ঘটনা পার্বত্য চট্টগ্রামে নতুন ঘটনা নয়। বিচারহীনতার কারণে ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। ধর্ষণসহ সকল অন্যায়ের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যেতে হবে। অন্যথায় আমাদের উপর নির্যাতনের মাত্রা বেড়ে যাবে।

সেন্ট্রু চাকমা বলেন, রাষ্ট্র আমাদের মানুষ মনে করে না। ধর্ষকদের দৃষ্টান্তমূলক সাজা না হওয়া পর্যন্ত আমাদের একাত্ম হয়ে প্রতিবাদ করতে হবে।


যুবনেতা প্রিয়তন চাকমা বলেন, খাগড়াছড়ির ভেইবোনছড়ায় লোমহর্ষক ধর্ষণের ঘটনা যারা ঘটিয়েছে তারা সবাই বিএনপি রাজনীতির সাথে যুক্ত। ধর্ষকদের দৃষ্টান্তমূলক সাজা কার্যকর করা না হলে আর কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সকল কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও দাবি জানান, যাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি তাদের দ্রুত গ্রেফতার করতে হবে।

বক্তারা অবিলম্বে সকল ধর্ষকদের গ্রেফতার করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দ্রুত সাজা কার্যকর করার দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More