খাগড়াছড়ির স্বনির্ভর বাজার থেকে ইউপিডিএফ’র শুভেচ্ছা ফেস্টুন নিয়ে গেলো সেনাবাহিনী!

খাগড়াছড়ি প্রতিনিধি ।। খাগড়াছড়ির স্বনির্ভর বাজার থেকে ইউপিডিএফের আসন্ন ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙানো একটি শুভেচ্ছা ফেস্টুন সেনাবাহিনী খুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, আগামী ২৬ ডিসেম্বর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে ইউপিডিএফ’র কর্মীরা গতকাল বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর ২০২১) সকাল ১০টার দিকে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজারে দলীয় কার্যালয়ের সামনে তিন রাস্তার মোড়ে জনগণের প্রতি অভিবাদন জানিয়ে একটি ফেস্টুন টাঙিয়ে দেয়। ওই ফেস্টুনে শুধু “প্রতিষ্ঠার ২৩তম বার্ষিকীতে সংগ্রামী অভিবাদন– ইউপিডিএফ” এই শ্লোগানটিই ছিল।
কিন্তু পরে বিকাল ৪ টার দিকে ১টি জীপ গাড়িতে করে একদল সেনা সদস্য এসে ওই ফেস্টুনটি খুলে নামিয়ে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ নিয়ে ইউপিডএফে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ফেস্টুন-ব্যানার টাঙানো, পোস্টার সাঁটানো গণতান্ত্রিক কর্মসূচিরই অংশ। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশের সংবিধানই দেশের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করেছে। কিন্তু রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা কীভাবে ফেস্টুন খুলে নেয়ার মতো এমন অগণতান্ত্রিক কাজ করতে পারে?
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন