খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে দুটি দোকানে সেনাবাহিনীর তল্লাশি!

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজারে সেনাবাহিনীর সদস্যরা একটি বইয়ের দোকান ও আরেকটি বিউটি পার্লারে তালা ভেঙে প্রবেশ করে তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) সকালে এ তল্লাশির ঘটনা ঘটে।
জানা যায়, আজ সকাল ১০ টার দিকে ১০/১২ জনের একদল সেনা সদস্য স্বনির্ভর বাজারে হানা দেয়। এরপর সেনা সদস্যরা সুমিতা চাকমার পরিচালিত ‘সুমিতা এন্টারপ্রাইজ’ নামে একটি বই ও স্টেশনারি দোকানে এবং তপন চাকমার মালিকানাধীন ‘বিচিত্রা বিউটি পার্লার’-এর তালা ভেঙে প্রবেশ করে তল্লাশি চালায়। এসময় তারা দোকানগুলোতে লাগানো সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায়।
সেনারা ‘অস্ত্র মজুদের’ মিথ্যা অভিযোগে বিচিত্রা বিউটি পার্লারে তল্লাশি চালায় বলে জানা গেছে। তবে তল্লাশি চালিয়ে তারা সে ধরনের কোন কিছু পায়নি। তল্লাশির সময় দোকানের কাঁচ ও দোকানে থাকা থালা-বাসন ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় পুরো স্বনির্ভর বাজার এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বাজারে দোকানপাট বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, স্বনির্ভর বাজার এলাকাটি বর্তমানে বিজিবির কড়া নজরদারির মধ্যে রয়েছে। বাজারে লোকজনকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ অবস্থায় স্বনির্ভর বাজারের দোকানদার-ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
অপরদিকে, একই সময় খাগড়াছড়ি স্টেডিয়ামে অবস্থানরত সেনা সদস্যদের একটি দল স্বনির্ভর বাজারের কাছে সিঙ্গিনালায় গিয়ে ১৪৪ ধারার অজুহাত দেখিয়ে লোকজনকে দোকানে অবস্থান না করার নির্দেশ দেয়। তারা সেখানে একটি বাড়িতে ঢুকে এক যুবককে মারধর করে বলে জানা গেছে। যুবকের নাম বাকলো মারমা (১৯), পিতা- ধংকা মারমা।
উল্লেখ্য, সিঙ্গিনালায় মারমা কিশোরীকে ধর্ষণের সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে গত ২৭ সেপ্টেম্বর ‘জুম্ম ছাত্র জনতার’ ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ চলাকালে সেটলার বাঙালিরা খাগড়াছড়ি উপজেলা পরিষদ-টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এলাকাসহ শহরের মহাজন পাড়া, পানখাইয়া পাড়ার য়ংড বৌদ্ধ বিহার এলাকায় হামলা চালায়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রশাসন অনির্দিষ্টকালের জন্য খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করে, যা এখনো বলবৎ রাখা হয়েছে। এই ১৪৪ ধারা বলে সেনাবাহিনী এখন এলাকায় এলাকায় টহল দিয়ে নিপীড়ন-নির্যাতন, ভাঙচুর, আটক, তল্লাশি চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।