খাগড়াছড়ির স্বনির্ভর হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে বাঘাইছড়িতে স্মরণ সভা

বাঘাইছড়ি (রাঙামাটি) ।। রাষ্ট্রীয় মদদে খাগড়াছড়ির স্বনির্ভর হত্যাকাণ্ডের ৩ বছর উপলক্ষে শহীদদের স্মরণে রাঙাামটির বাঘাইছড়িতে স্মরণ সভা করেছে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন বাঘাইছড়ি উপজেলা শাখা।
আজ ১৮ আগস্ট ২০২১, বুধবার অনুষ্ঠিত স্মরণসভায় পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি রিপন চাকমার সভাপতিত্বে ও হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা শাখার রিনা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফের সংগঠক প্রান্তিক চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি রত্ন জ্যোতি চাকমা ও সাজেক থানা শাখার সভাপতি কালো বরণ চাকমা।
“খুনি-সন্ত্রাসীদের রেহাই নেই, জালিম সরকারের পতন অবশ্যম্ভাবী, পূর্ণসায়ত্তশাসন কায়েম করে শহীদ তপন-এল্টন-পলাশের রক্তের শোধ নেবো’ এই শ্লোগানে আয়োজিত স্মরণ সভায় বক্তারা স্বনির্ভর হত্যাকাণ্ডে জড়িতদের ৩ বছরেও গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন।
তারা বলেন, যে কোন ঘটনা ঘটলে অপরাাধীদের গ্রেফতার করার দায়িত্ব প্রশাসনের। কিন্তু ২০১৮ সালের আজকের এই দিনে স্বনির্ভরে হত্যার ঘটনাটি ৩ বছর হলেও পুলিশ এখনো খুনিদের গ্রেফতার করেনি। স্বনির্ভর বাজারের মতো জনসমাগম একটি জায়গায় প্রকাশ্যে পুলিশের সামনে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটলেও পুলিশ কেন আজো একজন খুনিকেও গ্রেফতার করলো তা এক বিরাট প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।
বক্তারা বলেন, প্রশাসন খুনিদের রক্ষা করলেও পার্বত্য চট্টগ্রামের জনগণের কাছে তারা রেহাই পাবে না। সময় এলে তাদেরকে জনগণের বিচারের মুখোমুখি হতে হবেই।
বক্তারা সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় না দিয়ে অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।