খাগড়াছড়ি ইউনিয়নে শহীদ জুনান-রুবেল-ধনরঞ্জন-অনিকদের স্মরণে স্মরণসভা ও প্রদীপ প্রজ্জ্বলন

মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
২০২৪ সালের গত ১৯-২০ সেপ্টেম্বর দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙামাটিতে সেনা-সেটলার হামলা ও সেনাবাহিনীর গুলিতে শহীদ জুনান চাকমা, রুবেল ত্রিপুরা, ধন রঞ্জন চাকমা ও অনিক চাকমার স্মরণে ১নং খাগড়াছড়ি ইউনিয়নে স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন করা হয়েছে।
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর, ২০২৫) ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
“সেনা সৃষ্ট ‘মোত্তালেব বাহিনী’ ও সেনা-সন্তুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, জতীয় অস্তিত্ব রক্ষার্থে লড়াই সংগ্রামে সামিল হোন” শ্লোগানে আয়োজিত স্মরণসভায় শিক্ষার্থী নিকুরো চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ১নং খাগড়াছড়ি ইউনিয়নের মহিলা মেম্বার মেম্বার গৌরী মালা ত্রিপুরা, ধুল্যে গ্রামের কার্বারী রমেল চাকমা, বিজয় রোয়াজা, ছাত্র জনতা সংগ্রাম পরিষদের প্রতিনিধি রবিন ত্রিপুরা ও জয়ন্ত চাকমা এবং সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক অজয় চাকমা।
স্মরণসভা শুরুতে অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও শহীদদের সন্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্মরণ সভায় বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এক বছরেও বর্বরোচিত এ হামলার বিচারের কোন উদ্যোগ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, আগের সরকারগুলো যেমন পাহাড়ে সংঘটিত সাম্প্রদায়িক হামলা, হত্যাকাণ্ডের বিচার করেনি, অন্তর্বর্তী সরকারও সেই থেকে বের হতে পারলো না। এটাই সবচেয়ে দুংখজনক ব্যাপার।
বক্তারা অবিলম্বে ১৯-২০ সেপ্টেম্বর ২০২৪ সংঘটিত হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।