খাগড়াছড়ি সদরে সেনাবাহিনী কর্তৃক সংঘটিত ঘটনার আপডেট

0

সেনাবাহিনীর গুলিতে নিহত রুবেল ত্রিপুরা

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

খাগড়াছড়ি সদরে নারাঙহিয়া-স্বনির্ভর এলাকায় গতকাল ১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার রাতে সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গুলির ঘটনায় নিহতদের মধ্যে ২ জনের নাম নিশ্চিত হওয়া গেছে। তারা হলো- ১. জুনান চাকমা (২২), পিতা- রুপায়ন চাকমা, গ্রাম-জামতলী, পেরাছড়া, খাগড়াছড়ি ও ২. রুবেল ত্রিপুরা (২৪), পিতা- গর্জশ মুনি ত্রিপুরা, গ্রাম- পল্টনজয় পাড়া, পেরাছড়া, খাগড়াছড়ি। নিহতের প্রকৃত সংখ্যা এখনো জানা সম্ভব হয়নি। তারা স্বনির্ভর এলাকায় সেনাবাহিনীর গুলিতে নিহত হন।

এছাড়া গুরুতর আহত অবস্থায় অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সেনাবাহিনীর গুলিতে নিহত জুনান চাকমা

অন্যদিকে, সেনাবাহিনী ৯ জনকে ধরে নিয়ে অমানুষিক নির্যাতন চালিয়ে আহত অবস্থায় থানায় হস্তান্তর করেছে বলে খবর পাওয়া গেছে।

এছাড়া অনেকে আরো নিখোঁজ রয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে গাছবান ২নং প্রকল্প এলাকা থেকে চয়ন ত্রিপুরা নামে একজনের নাম জানা গেছে। 

উল্লেখ্য, গতকাল বিকালে দীঘিনালায় সেটলার বাঙালি কর্তৃক পাহাড়িদের ওপর হামলা, ব্যবসা প্রতিষ্ঠানসহ ঘরবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের প্রতিবাদে গতকাল রাতে খাগড়াছড়ি সদরের নারাঙহিয়া, উপালিপাড়া, স্বনির্ভর, শিবমন্দির, পানছড়িসহ বিভিন্ন জায়গায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা রাস্তায় নেমে প্রতিবাদ জানায় ও খাগড়াছড়ি-পানছড়ি সড়ক অবরোধ করে।

এক পর্যায়ে রাত সাড়ে ১০টা থেকে ১২টার মধ্যে সেনাবাহিনী নারাঙহিয়া, উপালি পাড়া ও স্বনির্ভর এলাকায় দফায় দফায় বিক্ষোভরত জনতার ওপর গুলি চালায়। এতে বহু লোক হতাহত হন।

আরো পড়ুন:

>> দীঘিনালায় পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ-অবরোধ, খাগড়াছড়ি সদরে সেনাবাহিনীর গুলিতে বহু হতাহত



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More