খাগড়াছড়ি সদরে সেনাবাহিনীর ব্যাপক তৎপরতা ও হয়রানির অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকায় সেনাবাহিনী ব্যাপক তৎপরতা ও জিজ্ঞাসাবাদের নামে ছাত্র-যুবকসহ সাধারণ লোকজনকে নানা হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, আজ শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সকাল থেকে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজার, টিউফা স্কুল এলাকায় সেনাবাহিনী তৎপরতা শুরু করে। তারা ছাত্র-যুবকসহ দোকানে দোকানে গিয়ে লোকজনের কাছ থেকে নানা জিজ্ঞাসাবাদ করে হয়রানি করছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
এই রিপোর্ট লেখার কিছুক্ষণ আগে টিউফা স্কুলের সামনে সেনা সদস্যরা লাঠিসোটাসহ গাড়ি থেকে নেমে স্বনির্ভরে গিয়ে অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে।
সেনাদের এমন হয়রানিমূলক তৎপরতার কারণে জনমনে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে বলে জানিয়েছেন সেখানকার স্থানীয় লোকজন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
