খাগড়াছড়িতে বেতছড়ি রিসসো কোসেই কাই সেন্টারের ভিত্তি প্রস্তর ভেঙ্গে দেয়ার অভিযোগ
সিএইটিনিউজ.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি রিসসো কোসেই কাই সেন্টারের ভিত্তি প্রস্তর কে বা কারা ভেঙ্গে দিয়েছে ও সাইন বোর্ডটি খুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দিনের যে কোন সময় এ ঘটনাটি ঘটে। খাগড়াছড়িতে প্রচুর বৃষ্টি হওয়ার সুযোগে এ কাজটি করা হয়েছে বলে এলাকাবাসী ধারণা করছেন।
গত ১৯ এপ্রিল রিসসো কোসেই কাই সেন্টারের ভিত্তি প্রস্থর স্থাপন করেন রিসসো কোসেই কাই, বাংলাদেশ এর মিনিষ্টার দি রেভারেন মিটসুয়ুকি আরিতোমি।
জানা গেছে, ইতিপূর্বে ভূয়াছড়ি সাবজোনের সুবেদার ফজলুল স্থানীয় মেম্বার শান্তিব্রত চাকমাকে ফোন করে ভিত্তি প্রস্তরের কাজ বন্ধ রাখতে বলেন। এছাড়া বাঙ্গালি সেটেলার মোঃ করিম ও মোঃ সুবহান জায়গাটা তাদের বলে দাবী করে থানায় জিডি করেছে।
এলাকাবাসীর অভিযোগ, বাঙালি সেটলাররাই ভিত্তি প্রস্তরটি ভেঙ্গে দিয়েছে ও সাইনবোর্ডটি খুলে নিয়েছে। সাধনা জ্যোতি ভিক্ষু এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
——————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।