খাগড়াছড়িতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মিছিলে পুলিশি বাধা

0

সিএইচটিনিউজ.কম
Khagrachari mapখাগড়াছড়ি: খাগড়াছড়িতে পুলিশি বাধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। জাতীয় বাজেটে শিক্ষা খাতে ২৫ শতাংশ বরাদ্দসহ ৬ দফা দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল করা হয়।

দাবিগুলো হলো- আসন্ন ২০১৪-১৫ সালের অর্থ বাজেটে শিক্ষা খাতে ২৫ শতাংশ বরাদ্দ, খাগড়াছড়ি সরকারি কলেজে শিক্ষা সংকট নিরসন, নতুন বিষয়ে অনার্স চালু, শিক্ষক নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টি, আগামী বছরেই রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্স চালু, হোস্টেল নির্মাণ।

মিছিলটি খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে বের হয়ে লারমা স্কোয়ারে এলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশি বাধার মুখে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

এ সময় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের খাগড়াছড়ি শাখার সভাপতি নাজির হোসেন, সাধারণ সম্পাদক কবির হোসেন, কলেজ শাখার সদস্য সচিব স্বাগতম চাকমা, জেলা দফতর সম্পাদক অরন্দিম কৃষ্ণ দে, সংগঠক শাহাদাৎ হোসেন।

জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার জন্য যেতে চাইলে পুলিশ তাতেও বাধা দেয়। পরে জেলা প্রশাসকের প্রতিনিধি নেজারত ডেপুটি কালেক্টরকে দেয়া স্মারকলিপিতে শিক্ষা খাতে ২৫ শতাংশ বরাদ্দ, শিক্ষক নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টি, নতুন নতুন বিষয়ে অনার্স কোর্স চালুসহ ৬টি দাবি জানানো হয়। এরপর মিছিলটি আবার কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
————————

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More