খাগড়াছড়িতে স্বতঃস্ফুর্তভাবে ইউপিডিএফ’র আধাবেলা সড়ক অবরোধ পালিত, ২ জনকে আটক

0

খাগড়াছড়ি প্রতিনিধি।। দীঘিনালায় সেনাবাহিনীর হেফাজতে ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা মিলন (সৌরভ)-কে হত্যা ও মহালছড়িতে পাহাড়িদের নির্মিত বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে খাগড়াছড়ি জেলায় ইউপিডিএফ’র ডাকে আধাবেলা সড়ক অবরোধ স্বতঃস্ফুর্তভাবে পালিত হয়েছে। আজ ২১ মার্চ ২০২২, সোমবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালিত হয়। 

অবরোধ পালনকালে বড় কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও লক্ষ্মীছড়িতে সেনাবাহিনী কর্তৃক পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সহ-সভাপতি রিটন চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা সাংগঠনিক সম্পাদক শুভধন চাকমাকে আটক করা হয়।

অবরোধের সমর্থনে পিকেটাররা খাগড়াছড়ি সদরসহ উপজেলাগুলোর বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ কর্মসূচি সফল করে।

অবরোধের কারণে জেলা শহর ও উপজেলাগুলোতে দুরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ ছিল। তবে অবরোধ চলাকালে জরুরী ফায়ার সার্ভিস, এ্যম্বুলেন্স ও শববাহী গাড়ি, জরুরী ঔষধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি অবরোধের আওতামুক্ত ছিল।

ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা আজ সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে অবরোধ কর্মসূচি সফল করায় জনসাধারণসহ বাস, ট্রাক, জীপ, সিএনজি, টমটম মালিক-চালক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখার জন্য একদিকে অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনকারী দল ইউপিডিএফ’র উপর দমন-পীড়ন, একের পর এক নেতা-কর্মীকে অন্যায়ভাবে আটক, নির্যাতন, মিথ্যা মামলায় ফাঁসানো ও বিচার বহির্ভুতভাবে হত্যা করা হচ্ছে। অন্যদিকে ভূমি বেদখলের মাধ্যমে পাহাড়িদের নিজ ভূমি থেকে উচ্ছেদে নানা ষড়যন্ত্র চলছে।

তিনি রাষ্ট্রীয় অন্যায়-অবিচার ও দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে তিনি অবিলম্বে ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা হত্যার সুষ্ঠু বিচার ও ঘটনার সাথে জড়িত সেনা সদস্যদের আইনের আওতায় এনে শাস্তি, বিচার বহির্ভূত হত্যা বন্ধসহ রাষ্ট্রীয় দমন-পীড়ন বন্ধ করা, মহালছড়িতে ভূমি বেদখলের ষড়যন্ত্র বন্ধ করা, লক্ষ্মীছড়িতে আটক পিসিপি ও যুব ফোরামের দুই নেতাকে নিঃশর্ত মুক্তি এবং সেনাশাসন প্রত্যাহারপূর্বক পার্বত্য চট্টগ্রাামে গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, গত ১৫ মার্চ ২০২২ ভোররাত সাড়ে ৩টার সময় দীঘিনালায় সেনাবাহিনী ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা মিলন (সৌরভ)-কে আটকের পর অমানুষিক নির্যাতন চালিয়ে হত্যা করে। একই দিন রাতে মহালছড়ির মাইসছড়ি ইউনিয়নের ডিপ্পোছড়িতে সেটলার বাঙলিরা পাহাড়িদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে। এসব ঘটনার প্রতিবাদে ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা ইউনিট ও তার সহযোগী সংগঠনসমূহ এই অবরোধ কর্মসূচির ডাক দেয়।

অবরোধের খন্ড চিত্র দেখতে দেখুন:

>> খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় ইউপিডিএফ’র ডাকা সড়ক অবরোধের খন্ড চিত্র


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More