খাগড়াছড়িতে ২৮ ফেব্রুয়ারী হতে শুরু হচ্ছে হুয়াঙ বোইও বা’র ৮দিন ব্যাপী বই মেলা

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
Book fair 2014‘নিজে বই পড়ুন, অন্যকেও বই পড়তে উৎসাহিত করুন’
শ্লোগানে খাগড়াছড়ির অগ্রসর চিন্তার কেন্দ্র হুয়াঙ বোইও বা’র উদ্যোগে আগামী ২৮ ফেব্রুয়ারী শুক্রবার হতে শুরু হচ্ছে ৮দিন ব্যাপী বই মেলা। ৭ মার্চ পর্যন্ত এ বই মেলা চলবে। এটি হুয়াঙ বোইও বা’র ১২তম বই মেলা। খাগড়াছড়ি শহরের স্বনির্ভরস্থ হুয়াঙ বোইও বা’র নিজস্ব প্রাঙ্গনে এ মেলা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন বেলা ২.৩০টায় বইমেলা শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে। বই মেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, ফিল্ম শো, চিত্রাংকন প্রতিযোগিতারও আয়োজন করা হবে বলে জানিয়েছেন বইমেলা উদযাপন কমিটির যুগ্ম সচিব ও হুয়াঙ বোইও বা’র সাধারণ সম্পাদক জেমিন চাকমা।

উল্লেখ্য, হুয়াঙ বোইও বা ১৯৮৪ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পাঠাগারটি একক বই প্রদর্শনী, বই মেলা সহ নানা সৃষ্টিশীল কার্যক্রম চালিয়ে আসছে।

১৯৮৫ সালে খাগড়াছড়িতে হুয়াঙ বোইও-বা’র একক উদ্যোগে প্রথম বই প্রদর্শনীর আয়োজন করা হয়। ’৯৭ সালে খাগড়াছড়িতে সরকারী উদ্যোগে আয়োজিত বই মেলায় হুয়াঙ বোইও-বা শ্রেষ্ঠ পুরষ্কার লাভ করে। এর আগেকার বই মেলা সমূহেও হুয়াঙ বোইও-বা সাফল্যের নিদর্শন রেখেছে। পাঠক সৃষ্টির লক্ষ্যে সরকারী উদ্যোগের পাশাপাশি নিজস্ব উদ্যোগে এ  যাবত একক পুস্তক প্রদর্শনী ও বই মেলার আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করেছে। এছাড়াও হুয়াঙ বোইও-বা’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, গুণীজন সংবর্ধনা, শিশু র‌্যালীসহ সহ নানা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে বলে জানিয়েছেন বই মেলার আয়োজক ও সংশ্লিষ্টরা।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More