খাগড়াছড়িতে ৮ সংগঠনের সমাবেশে সেনাবাহিনীর বর্বর হামলার চিত্র!

0

সিএইচটি নিউজ ডটকম
ডেস্ক রিপোর্ট।। জাতিসংঘ ঘোষিত ‘ফিলিস্তিন সংহতি দিবস’ উপলক্ষ্যে গত রবিবার(২৯ নভেম্বর) খাগড়াছড়ি জেলা সদরে পার্বত্য চট্টগ্রামে আন্দোলনরত ৮ গণসংগঠন(পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, সাজেক ভূমি রক্ষা কমিটি, সাজেক নারী সমাজ, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়াড)-এর কনভেনিং কমিটির আয়োজিত ছাত্র-যুব-নারী সংহতি সমাবেশে সেনাবাহিনী বর্বর হামলা চালায়। সেনারা সমাবেশে অংশগ্রহণকারী নারী-পুরুষ নির্বিশিষে বেধড়ক লাঠিপেটা করে এবং বেয়নেট চার্জ করে ১৪ জনের অধিক জনকে গুরুতর জখম ও আহত করে।

ওইদিন খাগড়াছড়ি শহরের মধুপুর এলাকায় অনুষ্ঠিত শান্তিপূর্ণ সমাবেশে সেনাবাহিনী সদস্যদের বর্বর হামলায় আহতদের কিছু ছবি সিএইচটি নিউজের হাতে এসেছে। পার্বত্য চট্টগ্রামে এখনো যে সেনাবাহিনীর ববর্রতা বিদ্যমান তা বুঝার সুবিধার্থে এখানে কয়েকটি ছবি তুলে ধরা হলো:

Injuried person army attack in khagrachari5, 29.11.2015

বেয়নেট চার্জ করে জখম করা হয়েছে
বেয়নেট চার্জ করে জখম করা হয়েছে

Injuried person army attack in khagrachari3, 29.11.2015

 

Injuried person army attack in khagrachari, 29.11.2015

——————————

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More