গঙ্গারাম দোর-এ সাপ্তাহিক হাটবার না বসাতে বাঘাইছড়ি ইউএনওর নির্দেশ

0
বাঘাইছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের গঙ্গারাম দোর-এ সাপ্তাহিক হাটবার না বসাতে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহান উদ্দিন নির্দেশ দিয়েছেনগতকাল ৫ মে শনিবার সকালে গঙ্গারাম দোর-এ স্থানীয় লোকজনের সাথে এক মিটিঙে তিনি এ নির্দেশ দেনএ সময় বাঘাইছড়ি জোনের টু আই সি মেজর মো: হাফিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান দীপ্তিময় চাকমা ও সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা উপস্থিত ছিলেন
রেহান উদ্দিন বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া আপনারা কিছুতেই সাপ্তাহিক হাটবার বসাতে পারবেন নাহাটবার বসাতে হলে ডিসির অনুমোদন লাগবেএ সময় জ্যোতিলাল কার্বারী বলেন, ২০০৮ এবং ২০১০ সালে দুই বার আমাদের বাড়িঘর সেটলাররা পুড়িয়ে দিয়েছেকিন্তু প্রশাসন আমাদের কোন সহযোগিতা করেনিএ ঘটনায় আজো আমরা কোন সুষ্ঠু বিচার পাইনিআমরা নিরাপত্তার কারণে বাঘাইহাট বাজার বয়কট করেছিএ ঘটনার সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আমরা বাঘাইহাট বাজারে যাবো নাতাই এখানকার মানুষের প্রয়োজনে আমরা এখানে সাপ্তাহিক হাটবার চালু করেছিউপজেলা নির্বাহী কর্মকর্তা রেহান উদ্দিন জ্যোতিলাল কার্বারীর দেয়া যুক্তি ঠিক আছে বলে মেনে নিলেও তিনি আগামী ১৬ মের আগে হাটবার না বসানোর নির্দেশ দেন এবং এদিন তাঁর কার্যালয়ে এ বিষয়ে মিটিঙ ডেকেছেন বলে জানান
উল্লেখ্য, ২০১০ সালের ১৯-২০ ফেব্রুয়ারী সাজেকে সেনা-সেটলারদের যৌথ হামলার পর থেকে স্থানীয় পাহাড়িরা বাঘাইহাট বাজার বয়কট করে আসছেএর বিকল্প হিসেবে পাহাড়িরা গঙ্গারাম দোর-এ উজো বাজার নাম দিয়ে একটি অস্থায়ী বাজার স্থাপন করেএতদিন অস্থায়ীভাবে বাজার চললেও গত ৩০ এপ্রিল সোমবার থেকে সাপ্তাহে একদিন হাটবার চালু করা হয়

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More