গণতান্ত্রিক ছাত্র জোটের সভা অনুষ্ঠিত, নতুন সমন্বয়ক রাগীব নাঈম

0

ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈমকে গণতান্ত্রিক ছাত্রজোটের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল (১৯ জুলাই ২০২৩) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত গণতান্ত্রিক ছাত্রজোটের তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম সোহেল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক অংশুমান রায়, পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক শুভাশীষ চাকমা , বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি তাওফিকা প্রিয়া এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক তামজীদ হায়দায় চঞ্চল।

সভায় শিক্ষাঙ্গনসহ সারাদেশে চলমান আওয়ামী ফ্যাসিবাদী শাসন, রাষ্ট্রীয় সন্ত্রাস, গুম, খুন প্রতিরোধে করণীয় বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। এছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইন(DSA), প্রস্তাবিত উপাত্ত সুরক্ষা আইন(DPA), ওটিটি নিয়ন্ত্রিত নীতিমালাসহ মত প্রকাশের স্বাধীনতা হরণকারী অন্যান্য অপতৎপরতা রোধে সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে ছাত্র জোটের চলমান আন্দোলনকে আরোও বেগবান করার বিষয়ে নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ দেশ জুড়ে চলমান বিরোধী শক্তি সমূহের আন্দোলন রুখতে আওয়ামর ফ্যাসিবাদী সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাসী তাণ্ডবের প্রতি ধিক্কার জানিয়ে এক যৌথ বিবৃতিতে বলেন, “বিপ্লবী কমিউনিস্ট লীগের সমাবেশ, বিএনপির পদযাত্রা, গণসংহতি আন্দোলনের কর্মসূচিসহ সারাদেশে যেখানেই বিরোধী শক্তি গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করছে, সেখানেই আওয়ামী পুলিশ আর সন্ত্রাসীরা হামলে পড়ছে। বিএনপির পদযাত্রায় পুলিশ গুলি করে ৭ জনকে ঘায়েল করেছে, ১জনকে হত্যা করেছে। আওয়ামী ফ্যাসিবাদের ভয়াবহতার দরুন বগুড়ায় স্কুল শিক্ষার্থীদের পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এই অবস্থায় মুক্তিকামী মানুষকে সংগঠিত করে সর্বাত্নক গণতান্ত্রিক সংগ্রাম গড়ে তোলার কোনো বিকল্প নেই।“

ঢাকা-১৭ উপ নির্বাচনে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সন্ত্রাসী কর্তৃক প্রকাশ্য হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ আরো বলেন, “ভোটারদের অনুপস্থিতি এই সরকারের উপর জনগণের অনাস্থার সুস্পষ্ট প্রমাণ বহন করে। এই ধরণের নির্বাচনেও তারা একজন স্বতন্ত্র প্রার্থীর উপর চড়াও হওয়া থেকে নিজেদের নিবৃত্ত করতে পারেনা। সরকারি দলের এই সহিংস রাজনৈতিক সংস্কৃতি দেশের জনগণের জানমালের জন্য সরাসরি হুমকি হয়ে উঠেছে।“

ফ্যাসিবাদের এই ভয়াবহতাকে রুখতে ছাত্র-শিক্ষক-শ্রমিক-কৃষকসহ সাধারণ মানুষের ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম প্রয়োজন। গণতান্ত্রিক ছাত্র জোট ছাত্র-শিক্ষক-শ্রমিকসহ সকল শ্রেণী-পেশার মানুষকে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম গড়ে তোলার আহ্বান এবং গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের লড়াইয়ে ছাত্রদের ঐক্যবদ্ধ সংগ্রামের অঙ্গীকার ব্যক্ত করে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More