গণতান্ত্রিক যুব ফোরামের ২ দশকপূর্তিতে রামগড়ে গণসমাবেশ

রামগড় প্রতিনিধি ।। গণতান্ত্রিক যুব ফোরাম প্রতিষ্ঠার ২ দশকপূর্তি উপলক্ষে রামগড়ে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ এপ্রিল ২০২২, মঙ্গলবার সকালে গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা শাখা এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশ শুরুতে শহীদদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
‘যুবশক্তিই জাতীয় শক্তি, শাসকগোষ্ঠীর ক্রীড়নক হয়ে জাতি ধ্বংসের খেলায় লিপ্ত দুর্বৃত্তদের বরদাস্ত করবো না, পূর্ণস্বায়ত্বশাসনের পতাকা উর্ধ্বে তুলে ধরুন’ এ স্লোগানে সকাল ৯টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা সভাপতি জার্মেন্ট ত্রিপুরা।
অন্যান্যের মধ্যে সমাবেশে আরও বক্তব্য রাখেন ইউপিডিএফ’র রামগড় উপজেলা সমন্বয়ক হ্লাচিং মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় প্রতিনিধি রজেন্টু ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রামগড় উপজেলা শাখার সভাপতি অসীম চাকমা। স্বাগত বক্তব্য রাখেন রামগড় উপজেলা সহ-সভাপতি কিরণ ত্রিপুরা।
সমাবেশ ইউপিডিএফ নেতা হ্লাচিং মারমা বলেন, পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় জুলুমবাজি চলছে। সেনাশাসন অপারেশন উত্তরণ জারি রেখে এখানে ইচ্ছেমত ধরপাকড়, খুন-গুম, মিথ্যা মামলায় ফাঁসানো, ভূমি বেদখল, নারী নির্যাতন সংঘটিত করা হচ্ছে। শুধু তাই নয়, পাহাড়ি জনগণের মধ্যে বিভিদে জিইয়ে রাখতে একটি দুর্বৃত্তগোষ্ঠিকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে নানা অপকর্ম চালানো হচ্ছে। যুব সমাজকে শাসকগোষ্ঠির এই জুলুম, অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

যুব ফোরাম নেতা রজেন্টু চাকমা গণতান্ত্রিক যুব ফোরামের পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে যুব সমাজের উদ্দেশ্যে বলেন, আমাদের যুব সমাজকে রাজনৈতিকভাবে আরো বেশি সচেতন হতে হবে। শাসকগোষ্ঠি চায় মাদক-জুয়ায় যুব সমাজকে মশগুল রেখে আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখতে। এ নিয়ে শাসকগোষ্ঠি নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই আমাদের যুব সমাজকে সচেতন হতে হবে এবং অস্তিত্ব রক্ষার আন্দোলনে অংশগ্রহণ করতে হবে।
সমাবেশের সভাপতি জার্মেন্ট ত্রিপুরা বলেন, সরকার পর্যটন শিল্প প্রসার, সড়ক নির্মাণ ও বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপনসহ কথিত উন্নয়নের নামে পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল করে পাহাড়িদের উচ্ছেদ করছে। সরকারের গৃহীত এমন উন্নয়নের সঙ্গে পাহাড়িদের জীবনমান উন্নয়নের কোনো সম্পর্ক নেই। তিনি বর্তমান সরকারকে ফ্যাসিস্ট উল্লেখ করে বলেন, ‘সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশের সংখ্যালঘু জাতিসত্তার মানুষকে বাঙালি বানানো হয়েছে। আমরা সংবিধানের এ সংশোধনী প্রত্যাখ্যান করেছি। মানি নাই, মানব না।
তিনি শাসকগোষ্ঠির সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে যুব সমাজকে পুর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন