গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি সদর উপজেলা কমিটি গঠিত
রাঙামাটি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
পার্বত্য চট্টগ্রামের যুব সমাজের অগ্রগামী সংগঠন গণতান্ত্রিক যুব ফোমের রাঙামাটি সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে।”পার্বত্য চট্টগ্রামের ভুখণ্ড দখলমুক্ত করতে যুব ফোরামের পতাকাতলে সমবেত হোন” এই শ্লোগানে আজ ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় রাঙামাটি জেলার কুদুকছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে এক যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক সোনামনি চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সুপ্রীম চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কণিকা দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি বিলাস চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের নান্যাচর থানা শাখার সভাপতি প্রিয়লাল চাকমা, মহালছড়ি থানা শাখার সভাপতি ঊষাময় চাকমা ও কাউখালী থানা শাখার সাধারণ সম্পাদক তনয় চাকমা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধানের নামে ভুমি কমিশন একতরফাভাবে ভূমি বিরোধ নিষ্পত্তির শুনানী কার্যক্রম শুরু করেছে। যা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও উদ্দেশ্যপ্রণোদিত। পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকারকে অস্বীকার করে ভূমি সমস্যার মতো একটি জটিল সমস্যাকে একতরফাভাবে সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে সমাধানের চেষ্টা করা হলে পার্বত্য চট্টগ্রামের যুব সমাজ কখনো মেনে নেবে না। বক্তারা ভূমি কমিশনের সকল কার্যক্রম বন্ধ করে পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যার প্রকৃত সমাধানের জন্য পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতি, সেটলারদের সমতলে পুনর্বাসন ও তাদের দেয়া অবৈধ বন্দোবস্তী বাতিলের দাবি জানান।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বাধাগ্রস্ত করার ল্েয সরকার নানা ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে। সমাজের উদীয়মান যুব শক্তিকে ধ্বংস করতে মদ, গাঁজা, হিরোইন সহ বিভিন্ন মাদক দ্রব্য ঢুকিয়ে দেয়া হচ্ছে। বক্তারা সকল ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে সকলের সর্বসম্মতিক্রমে পাভেল চাকমাকে সভাপতি ও রয়েল চাকমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট গণতান্ত্রিক যুব ফোরাম রাঙামাটি সদর উপজেলা কমিটি গঠন করা হয়। গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সুপ্রীম চাকমা নতুন কমটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
সম্মেলন শেষে একটি র্যালী কুদুকছড়ি বাজার প্রদক্ষিণ করে বড় মহাপুরম উচ্চ বিদ্যালয় প্রবেশ মুখে গিয়ে শেষ হয়।
