গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা কমিটি পুনর্গঠন : ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
সভায় সভাপতিত্ব করেন সদ্য বিলুপ্ত জেলা কমিটির সহ সভাপতি শান্তবীর চাকমা। এতে আরো বক্তব্য রাখেন যুব ফোরাম কেন্দ্রীয় সাভাপতি নতুন কুমার চাকমা, ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা ইউনিট সদস্য অংগ্য মারমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পদাক চন্দনী চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিমন চাকমা। সভা পরিচালনা করেন বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আপ্রু মারমা।
বক্তারা অবিলম্বে বহিরাগত সেটলার ভূমিদস্যু সমদ আলীকে গ্রেফতার ও উচ্ছেদ আতঙ্কে থাকা পাহাড়িদের পূর্ণ নিরাপত্তা দেয়ার দাবী জানান।