গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা কমিটির ২য় কাউন্সিল সম্পন্ন : ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত

0

পানছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
পার্বত্য চট্টগ্রামে আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান” এই শ্লোগানকে সামনে রেখে গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা শাখার ২য় কাউন্সিল সম্পন্ন হয়েছেঅধিবেশন শেষে ১৭ সদস্য বিশিষ্ট পানছড়ি উপজেলা কমিটি গঠন করা হয়

আজ ১৮ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় পানছড়ির ছোটকর্মা পাড়া প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত দিনব্যাপী কাউন্সিল উদ্বোধন করেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি নতুন কুমার চাকমানিকোলাস চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি থানা শাখার সভাপতি বিবর্তন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাদ্রী চাকমা, ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক রিকো চাকমা, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রভাকর চাকমা ও ৩নং পানছড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার সেবিকা চাকমাঅনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুনাংক চাকমা ও পরিচালনা করেন বরুন বিকাশ চাকমা

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামকে নিয়ে সরকার নানা ধরনের ষড়যন্ত্র-চক্রান্তে লিপ্ত রয়েছেপাহাড়ি জনগণকে বিভক্ত রেখে শাসক গোষ্ঠি জাতি ধ্বংসের খেলায় মেতে উঠেছেযুব সমাজকে আন্দোলন বিমূখ করে অধঃপতনের দিকে ধাবিত করার চেষ্টা চলছেমদ, গাঁজা, হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য যুব সমাজের হাতে তুলে দিয়ে সমাজের উদীয়মান শক্তিকে ধ্বংস করার ষড়যন্ত্র-চক্রান্ত চলছেবক্তারা সকল ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলা করে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করতে যুব সমাজের প্রতি আহ্বান জানান

বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখলের ষড়যন্ত্রও অব্যাহত রয়েছেনিজ ভূমি থেকে উচ্ছেদ করে পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়ি জনগণকে সংখ্যালঘু থেকে আরো সংখ্যালঘুতে পরিণত করার অপচেষ্টা চলছেএ অপচেষ্টার বিরুদ্ধে সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে

বক্তারা সন্তু লারমার উদ্দেশ্যে বলেন, আর রক্তের হোলি খেলা নয়অচিরেই সংঘাত বন্ধ করে সমঝোতার পথে আসুনপার্বত্য চট্টগ্রামের জনগণের ঐক্যের আকাঙ্খার প্রতি সম্মান প্রদর্শন করুনঅন্যথায় জাতি কখনো আপনাকে ক্ষমা করবে না

বক্তারা অবিলম্বে সেনাবাহিনী প্রত্যাহারপূর্বক সেনাশাসনের অবসান, সেটলারদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সম্মানজনক পুনর্বাসন, পার্বত্য চট্টগ্রামকে বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণার দাবি জানান এবং পার্বত্য চট্টগ্রামে প্রকৃত শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পূর্ণস্বায়ত্তশাসন দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান

অধিবেশন শেষে বরুণ বিকাশ চাকমাকে সভাপতি, সুনাংক চাকমাকে সাধারণ সম্পাদক ও সুসময় চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট পানছড়ি উপজেলা শাখা কমিটি গঠন করা হয়গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক মাইকেল চাকমা নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More