গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা ও উপজেলা শাখার ২য় সম্মেলন অনুষ্ঠিত : ১৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ও ১৩ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠিত

0

খাগড়াছড়ি প্র্রতিনিধি, সিএইচটিনিউজ.কম

DYF Khagrachariপার্বত্য চট্টগ্রামের অগ্রনী যুব সমাজের সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা ও সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছেএতে ১৭ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি ও ১৩ সদস্য বিশিষ্ট নতুন উপজেলা কমিটি গঠন করা হয়

জাতিসত্তার স্বীকৃতি আদায়, জাতীয় অস্তিত্ব ও খনিজ সম্পদ রার্থে যুব সমাজ গর্জে উঠো” শ্লোগানে আজ ৩০ ডিসেম্বর দুপুর ১টায় খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর মাঠে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি নতুন কুমার চাকমাগণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি রেমিন চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক রিকো চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কণিকা দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুমেন চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সহ সাধারণ সম্পাদক আপ্রু মারমাসম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুবীর চাকমা ও পরিচালনা করেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অর্পণ চাকমা

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে ধ্বংস করে দেয়ার লে সরকার নানা ষড়যন্ত্র-চক্রান্ত অব্যাহত রেখেছেসংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়ে সরকার পার্বত্য চট্টগ্রামসহ দেশের সকল সংখ্যালঘু জাতিসমূহের অস্তিত্ব বিলুপ্ত করে দেয়ার চেষ্টা করছে

বক্তারা আরো বলেন, সরকার একদিকে পার্বত্য চুক্তি বাস্তবায়নের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে, অন্যদিকে পার্বত্য চট্টগ্রারে তেল-গ্যাস ও খনিজ সম্পদ লুণ্ঠনের প্রক্রিয়া চালাচ্ছেসেমুতাঙ গ্যাস ত্রে থেকে উত্তোলিত গ্যাস স্থানীয়দের চাহিদা পূরণ না করে পার্বত্য চট্টগ্রামের বাইরে পাচার করছেএটা কিছুতেই মেনে নেয়া হবে না

সরকার পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র করছে উল্লেখ করে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টির অংশ হিসেবে গত ১৪ ডিসেম্বর বাঘাইছড়ি ও দিঘীনালায় সেটলারদের দিয়ে পাহাড়িদের উপর হামলা ও চিগোন মিলা চাকমাকে হত্যা করা হয়েছেসামান্য ঘটনাকে কেন্দ্র সেটলাররা বার বার পাহাড়িদের উপর আক্রমণ চালাচ্ছেপার্বত্য চট্টগ্রামে সেনাশাসন জারি রেখে পাহাড়িদের উপর প্রতিনিয়ত নির্যাতন, হয়রানির ঘটনা বলবৎ রাখা হয়েছেমিছিল-মিটিঙের ওপর নিয়ন্ত্রণ আরোপ করার মাধ্যমে সরকার গণতান্ত্রিক অধিকারের উপর নগ্ন হস্তপে করে চলেছে


বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের যুব সমাজের মধ্যে নৈতিক অবয় সৃষ্টির লক্ষ্যে মদ, গাজা, হিরোইন, ফেনসিডিল ইত্যাদি মাদকদ্রব্য যুব সমাজের হাতে তুলে দেয়া হচ্ছেযুব সমাজকে আন্দোলন বিমূখ করার ল্েয সরকার এ ধরনের ষড়যন্ত্র-চক্রান্ত চালাচ্ছেবক্তারা সরকারের সকল ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে এবং জাতীয় সম্পদ ও অস্তিত্ব রার্থে প্রতিবাদ প্রতিরোধে গর্জে উঠার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান

বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রামকে বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণাপূর্বক সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি, সেনাশাসন অপারেশন উত্তরণ তুলে নিয়ে নিপীড়ন-নির্যাতন বন্ধ করা, সেমুতাঙ সহ পার্বত্য চট্টগ্রামে তেল-গ্যাস ও সকল খনিজ সম্পদ লুণ্ঠন প্রক্রিয়া বন্ধ করা এবং পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ল্েয পূর্ণস্বায়ত্তশাসন মেনে নেয়ার দাবি জানান

সমাবেশের পর একর্ যালী বের করা হয়র‌্যালীটি স্বনির্ভর মাঠ থেকে শুরু হয়ে উপজেলা, চেঙ্গী স্কোয়ার এলাকা ঘুরে আবার স্বনির্ভর মাঠে গিয়ে শেষ হয়

সমাবেশ ও র‌্যালী শেষে বিকাল সাড়ে ৩টায় স্বনির্ভরস্থ ঠিকাদার সমিতি ভবনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়এ সময় ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা ইউনিটের প্রধান সংগঠক প্রদীপন খীসা, গনতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি নতুন কুমার চাকমা ও সাধারণ সম্পাদক মাইকেল চাকমা, পহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুমেন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি নিরূপা চাকমা ও সাধারণ সম্পাদক কণিকা দেওয়ান উপস্থিত ছিলেন

কাউন্সিলে উপস্থিত প্রতিনিধিবৃন্দের সকলের সম্মতিক্রমে নিকোলাস চাকমাকে সভাপতি, আপ্রু মারমাকে সাধারণ সম্পাদক ও ঊষাময় খীসাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৭ বিশিষ্ট নতুন জেলা কমিটি ও বিপ্লব ত্রিপুরাকে সভাপতি, ধনাক্যা চাকমাকে সাধারণ সম্পাদক ও কৃষ্ণ চরণ ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন উপজেলা কমিটি গঠন করা হয়নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি নতুন কুমার চাকমা

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More