Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
চট্টগ্রাম প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
গণতান্ত্রি যুব ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি জিকো মারমা আজ ৩ নভেম্বর শনিবার এক বিবৃতিতে সন্তু লারমাপন্থী সন্ত্রাসী কর্তৃক চট্টগ্রাম বন্দর থানা শাখা গণতান্ত্রিক যুব ফোরামের সহ সভাপতি সিবু চাকমার উপর হামলার তীব্র নিন্দা এবং হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন।
সংবাদ মাধ্যমে প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, আজ সকালে জেএসএস সন্তু লারমাপন্থী সন্ত্রাসী নেতা বড় চাকমার নেতৃত্বে ৮/১০ জন সন্ত্রাসী চট্টগ্রামের বন্দর এলাকার নিউমুরিঙের হক্কিয়ে নামক বিল্ডিঙে গিয়ে সিবু চাকমাকে তার বাসায় গিয়ে হামলা করে এবং তাকে মারধর করে। এসময় সন্তু সন্ত্রাসীরা তাকে অপহরণ করার চেষ্টা করে। পরে বাড়ির মালিকের মধ্যস্থতা ও হস্তপে করলে সন্ত্রাসীরা তাকে ফেলে চলে যায়। কিন্তু চলে যাবার আগে সন্তু সন্ত্রাসী বড় চাকমা সিবু চাকমাকে শাসিয়ে যায় যে, বিল্ডিঙের বাইরে তাকে(সিবু চাকমাকে) পাওয়া গেলে মেরে তার লাশ ড্রেনে ফেলে দেয়া হবে। বড় চাকমার সাথে এ সময় ব্যারিষ্টার কলেজ এলাকার কয়েকজন ছাত্রলীগ কর্মীও ছিলো। ছাত্রলীগ কর্মীরা হুমকী দেয়ার সময় বড় চাকমাকে সহযোগিতা করে।
বিবৃতিতে তিনি গতকাল রাতে বন্দর এলাকার ব্যারিষ্টার কলেজ এলাকায় যুব ফোরাম সমর্থক জসিম চাকমাকে সিকো-বকুল-বড় চাকমার নেতৃত্বে ১০/১২ জনের একদল সন্ত্রাসী আক্রমণ করে বলে অভিযোগ করেন। তিনি বলেন সন্ত্রাসীরা জসিম চাকমাকে অবিলম্বে চট্টগ্রাম ছেড়ে চলে যাবার জন্য হুমকি দেয়। না গেলে তাকে প্রাণে মেরে ফেলা হবে বলে ঘোষণা দেয়। বর্তমানে জসিম চাকমা প্রাণ বাঁচাতে বন্দর এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। খবর: প্রেস বিজ্ঞপ্তি।