গুইমারায় ইউপিডিএফের উদ্যোগে কৃষকদেরকে ধানকাটায় সহায়তা

গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
খাগড়াছড়ির গুইমারায় ইউপিডিএফের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে স্থানীয় গরীব কৃষকদেরকে ধানকাটায় সহযোগিতা প্রদান করা হয়েছে।
আজ সোমবার (২৫ নভেম্বর ২০২৪) এ ধানকাটা সহায়তার কাজে ইউপিডিএফ ও সহযোগী ছাত্র-যুব সংগঠন এবং শুভাকাঙ্ক্ষীসহ ৩২ জন অংশগ্রহণ করেছেন।

এ বিষয়ে ইউপিডিএফের মাটিরাঙ্গা-গুইমারা ইউনিটের সমন্বয়ক ঝিমিত চাকমা বলেন, আমাাদের পার্টি প্রতিষ্ঠার পর থেকেই রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনের পাশাপাশি জনকল্যাণমূলক নানা কাজ করে যাচ্ছে। পাহাড়িদের আর্থ-সামাজিক উন্নয়নে পার্টি প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে আসছে। কৃষকেদেরকে ধানকাটায় সহায়তা পার্টির একটি নিয়মিত কর্মসূচিরই অংশ। আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।