গুইমারায় ইউপিডিএফের উদ্যোগে কৃষকদেরকে ধানকাটায় সহায়তা

0


গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

খাগড়াছড়ির গুইমারায় ইউপিডিএফের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে স্থানীয় গরীব কৃষকদেরকে ধানকাটায় সহযোগিতা প্রদান করা হয়েছে।

আজ সোমবার (২৫ নভেম্বর ২০২৪) এ ধানকাটা সহায়তার কাজে ইউপিডিএফ ও সহযোগী ছাত্র-যুব সংগঠন এবং শুভাকাঙ্ক্ষীসহ ৩২ জন অংশগ্রহণ করেছেন।

এ বিষয়ে ইউপিডিএফের মাটিরাঙ্গা-গুইমারা ইউনিটের সমন্বয়ক ঝিমিত চাকমা বলেন, আমাাদের পার্টি প্রতিষ্ঠার পর থেকেই রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনের পাশাপাশি জনকল্যাণমূলক নানা কাজ করে যাচ্ছে। পাহাড়িদের আর্থ-সামাজিক উন্নয়নে পার্টি প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে আসছে। কৃষকেদেরকে ধানকাটায় সহায়তা পার্টির একটি নিয়মিত কর্মসূচিরই অংশ। আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More