গুইমারায় ইউপিডিএফের সাবেক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ

গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১৬ মার্চ ২০২৪
খাগড়াছড়ির গুইমারায় নাফা মারামা ওরফে সবুজ (৫২) নামে ইউপিডিএফের এক সাবেক কর্মী পুলিশ গ্রেফতার করেছে।
গত বৃহস্পতিবার (১৪ মার্চ ২০২৪) দিবাগত রাত ২টার দিকে হাফছড়ি ইউনিয়নের নতুন পাড়ার নিজ বাড়িতে গুইমারা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নাফা মারমার পিতার নাম মৃত সুইহ্লাখই মারমা। তার বাড়ি হাফছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নতুন পাড়ায়।
স্থানীয়রা জানান, নাফা মারমা এক সময় ইউপিডিএফের সাথে কাজ করেছেন। তবে গত ২০১৭ সাল থেকে তিনি দলীয় কাজ থেকে নিষ্ক্রিয় হয়ে যান এবং বাড়িতে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি পুরানো মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।