গুইমারায় একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

দুর্বৃত্তদের পুড়িয়ে দেওয়া গাড়ি
গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২১ আগস্ট ২০২৪
খাগড়াছড়ির গুইমারা উপজেলার যৌথখামার এলাকায় একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২০ আগস্ট ২০২৪) রাত ১১টার সময় এই ঘটনা ঘটে। এ সময় গাড়িতে দু’জন লোক ছিল বলে জানা যায়। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনায় সেনা মদদপুষ্ট নব্যমুখোশ সন্ত্রাসীরা জড়িত থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
তবে গাড়িটির মালিক কে তা সঠিকভাবে জানা যায়নি। কেউ কেউ গাড়িটি কুজেন্দ্র লাল ত্রিপুরার বলে জানালেও নিশ্চিত করতে পারেনি।
ঘটনার বিষয়ে স্থানীয়রা এ প্রতিবেদককে জনান, ‘গাড়িটিতে আগুন দেয়ার পর পরই এলাকার পরিচিত নব্যমুখোশ বাহিনীর কয়েকজন সদস্যকে সেখানে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড গুলিও ছোঁড়ে।’
এছাড়া গাড়িতে থাকা দু’জন লোককেও মুখোশরা তুলে নিয়ে গেছে বলে তারা জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।