গুইমারায় এক পাহাড়ি মোটর সাইকেল চালককে আটক

গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড়পিলাক বৈষ্ণব পাড়া এলাকায় এক পাহাড়ি মোটর সাইকেল চালককে আটক করেছে সেনাবাহিনী। আটকের পর ‘অস্ত্র’ গুজে দিয়ে ‘ইউপিডিএফ কর্মী’ সাাজিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
গতকাল সোমবার (১১ আগস্ট ২০২৫) রাতে এ আটকের ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম কলইফা ত্রিপুরা (২৬), পিতা-দয়াল ভূষণ ত্রিপুরা, গ্রাম- বৈষ্ণব পাড়া, হাফছড়ি ইউনিয়ন, গুইমারা, খাগড়াছড়ি।
জানা যায়, গতকাল সারাদিন মোটর সাইকেল ভাড়ায় চালিয়ে কলইফা ত্রিপুরা বাড়ি ফেরার পথে রাত ৯টার সময় বড়পিলাক-বৈষ্ণব পাড়া রাস্তায় ডাক্তার রাবার বাগান নামক স্থানে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সেনা সদস্য তার মোটর সাইকেলের গতিরোধ করে। পরে সেনারা মোটর সাইকেলসহ তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। এ সময় সেনাদের সাথে ঠ্যাঙাড়ে বাহিনীর লোকজনও ছিল বলে জানা গেছে।
আটকের পর আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাালে তাকে ‘অস্ত্র’ গুজে দিয়ে ‘ইউপিডিএফ কর্মী’ সাজিয়ে গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।