গুইমারায় জনতার ওপর সেনাবাহিনীর হামলার প্রতিবাদে নান্যাচরে বিক্ষোভ

নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
“পার্বত্য চট্টগ্রামে সেনা হয়রানি ও ঠ্যাঙাড়ে সন্ত্রাস বন্ধ কর” শ্লোগানে খাগড়াছড়ির গুইমারার তবলাপাড়া ও কালাপানিতে জনতার ওপর সেনাবাহিনীর হামলা, গুলি বর্ষণ ও সন্ত্রাসের প্রতিবাদে এবং দোষী সেনা সদস্যদের শাস্তির দাবিতে রাঙামাটির নান্যাচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) বেলা ২টার সময় “নান্যচর এলাকাবাসী’ ব্যানারে এ বিক্ষোভের আয়োজন করা হয়। মিছিল পরবর্তী আয়োজিত প্রতিবাদ সমাবেশে কলেজ ছাত্র রিপন চাকমার সঞ্চালনায় ও বিশিষ্ট মুরুব্বী জোতিপ্রিয় চাকমা (কার্বারী)’র সভাপতিত্বে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরুব্বী শুভ মঙ্গল চাকমা ও সুজন চাকমা প্রমুখ।

সমাবেশে বক্তারা গুইমারায় জনতার হাতে আটক সন্ত্রাসীদের রক্ষা করতে গিয়ে বিক্ষুব্ধ জনতার ওপর সেনাবাহিনীর হামলা, গুলিবর্ষণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে তবলা পাড়ায় হামলা করতে যাওয়া সেনা মদদপুষ্ট সশস্ত্র ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার ও শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, গতকাল (৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে ৬ জনের একদল সশস্ত্র ঠ্যাঙাড়ে সন্ত্রাসী মানিকছড়ি ও গুইমারা উপজেলার সীমান্তবর্তী তবলা পাড়ায় প্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে স্থানীয় জনতা প্রতিরোধ করে তাদেরকে ধরে ফেলে। পরে সেনাবাহিনী উপস্থিত হয়ে জোরপূর্বকভাবে সন্ত্রাসীদের তাদের হেফাজতে নিয়ে যায়। এরপর সন্ত্রাসীদের নিয়ে যাওয়ার পথে বিক্ষুব্ধ জনতা কালাপানি এলাকায় পথরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলে সেনাবাহিনী জনতার ওপর হামলা চালায়, লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।