গুইমারায় জনতার ওপর সেনা হামলার প্রতিবাদে কুদুকছড়িতে লাঠি মিছিল

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার ৮ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ির গুইমারার তবলাপাড়া ও কালাপানিতে জনতার ওপর সেনাবাহিনীর হামলা, গুলি বর্ষণ ও সন্ত্রাসের প্রতিবাদে এবং দোষী সেনা সদস্যদের শাস্তির দাবিতে রাঙামাটির কুদুকছড়িতে লাঠি মিছিল করেছে ছাত্র জনতার সংগ্রাম পরিষদ।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টার ‘পার্বত্য চট্টগ্রামে সেনা ও ঠ্যাঙাড়ে সন্ত্রাস বন্ধ কর’ ব্যানার শ্লোগানে লাঠি মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে ছাত্র জনতার সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক হরিকুমার কার্বারীর সভাপতিত্বে ও সংগঠনটির প্রতিনিধি রিয়া চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজ ছাত্র সত্য চাকমা ও নারী সমাজের প্রতিনিধি কল্পনা চাকমা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে অশান্তির মূল কারণ সেনাবাহিনী। সেনাবাহিনী পাহাড়ে শান্তির নাম দিয়ে প্রতিনিয়ত ঘর-বাড়ি তল্লাশি, লুটপাট ও নানা ধরনের অশান্তি সৃষ্টি করে চলেছে। অবৈধ অস্ত্র উদ্ধারের নাম দিয়ে সেনাবাহিনী নিজেরাই পাহাড়ে অবৈধ অস্ত্রধারী ঠ্যাঙাড়ে বাহিনী লেলিয়ে দিয়ে প্রতিনিয়ত খুন, গুম, অপহরণের মতো জঘন্য মানবাধিকার লঙ্ঘনের কাজ করে যাচ্ছে। তারা খুনের পরিকল্পনায় গত ৭ সেপ্টেম্বর খাগড়াছড়ির মানিকছড়ি-গুইমারা উপজেলাধীন তবলাপাড়া-কালাপানি এলাকায় ৬ জন সশস্ত্র ঠ্যাঙাড়ে সন্ত্রাসীকে লেলিয়ে দিয়েছে। আর এই সন্ত্রাসীদের স্থানীয় জনতা আটক করলে তাদেরকে উদ্ধার করতে সেনারা জনতার ওপর হামলা, লাঠিচার্জ ও গুলিবর্ষণ করেছে। এর আগে গত ৭ মার্চ কাউখালীতে ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের সাথে নিয়ে এসে বাড়িঘরে লুটপাট চালিয়েছিল।
বক্তারা হুঁশিয়ারী দিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর এহেন অপকর্ম পার্বত্য চট্টগ্রামের মানুষ কখনো মেনে নেয়নি, ভবিষ্যতেও ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করবে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে গুইমারা তবলাপাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে যাওয়া ৬ ঠ্যাঙাড়ে সন্ত্রাসীকে গ্রেফতার, জনতার ওপর হামলাকারী সেনা সদস্যদের শাস্তি, পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন প্রত্যাহার ও সেনা সৃষ্ট ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দেওয়ার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।