গুইমারায় জনতার ওপর সেনা হামলার প্রতিবাদে মাটিরাঙ্গায় লাঠি মিছিল ও সমাবেশ

মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
গুইমারার তবলাপাড়া ও কালাপানিতে জনতার ওপর সেনাবাহিনীর হামলা, গুলিবর্ষন ও সন্ত্রাসের প্রতিবাদে মাটিরাঙ্গায় অভ্যা সীমান্ত সড়ক এলাকায় লাঠি মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টার সময় ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে রনি ত্রিপুরার সভাপতিত্বে ও নিকেল চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য রিকেন চাকমা ও ইউপিডিএফ সংগঠক বরুন চাকমা।
রিকেন চাকমা, গতকাল (৭ সেপ্টেম্বর) তবলাপাড়া ও কালাপানিতে ঠ্যাঙাড়ে সন্ত্রাসী ও সেনাবাহিনীর সশস্ত্র তান্ডব, জনতার ওপর হামলা, লাঠিচার্জ, গুলিবর্ষণের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী তাদের সৃষ্ট ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের দিয়ে খুন, অপহরণসহ নানা অপকর্ম সংঘটিত করছে। গতকাল তবলা পাড়ায় ৬ জন সশস্ত্র ঠ্যাঙাড়ে সন্ত্রাসী প্রবেশ এবং জনতার ওপর হামলা চালিয়ে সেনাবাহিনী তাদেরকে গাড়িতে করে নিরাপদে নিয়ে যাওয়ার ঘটনা তারই ধারাবাহিক অংশ। এর আগে গত ১ সেপ্টেম্বর রামগড়ের নাকাপা থেকে ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা বাসনা মোহন চাকমা নামে এক ব্যক্তিকে অস্ত্রের মুখে অপহরণ করেছিল।

তিনি আরো বলেন, ঠ্যাঙাড়ে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে পার্বত্য চট্টগ্রামে চলমান অধিকার আদায়ের আন্দোলনে বাধা সৃষ্টির যে অপচেষ্টা তা জনতার প্রতিরোধে ভেস্তে যাবে। তবলা-কালাপানির মতো প্রতিটি জায়গায় এই সেনা-ঠ্যাঙাড়ে সন্ত্রাসের বিরুদ্ধে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। তিনি প্রতিটি পাড়া-গ্রামে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
রনি ত্রিপুরা বলেন, পাহাড়ে প্রতিটি জায়গায় তবলা-কালাপানি এলাকার জনগণের মতো সেনা নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভুমি বেদখল, নারী নির্যাতনসহ সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লড়াই বেগবান করতে হবে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।