গুইমারায় পোস্টারিং, তবলাপাড়ায় হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারসহ বিভিন্ন দাবি

গুইমারা প্রতিনিধি, সিএচইটি নিউজ
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ গুইমারায় হাতে লেখা পোস্টারিং করে মানিকছড়ি-গুইমারা সীমান্তবর্তী তবলাপাড়ায় হামলাকারী সন্ত্রাসীদের গ্রেূফতার, সেনা ও ঠ্যাঙাড়ে সন্ত্রাস বন্ধসহ বিভিন্ন দাবি জানিয়েছে।
আজ রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৪ টায় গুইমারায় দেওয়ান পাড়া মিশন, ১ নাম্বার রাবার বাগান, ২ নাম্বার রাবার বাগান, তারাচান পাড়া, সাইংগুলি পাড়া, রামসু বাজার, আমতলী, বড়থলি, সিন্দুকছড়ি মুখ পাড়া ও বুদ্ধোধন পাড়া এলাকায় এ পোস্টারিং করা হয়।

পোস্টারগুলোতে লেখা রয়েছে- “তবলাপাড়ায় হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার কর”, “তবলাপাড়ায় জনতা কর্তৃক ধৃত সন্ত্রাসীদের সেনারা ছাড়লো কেন? জবাব চাই”, “কালাপানিতে জনতার ওপর সেনা হামলার জবাব চাই”, “সেনাবাহিনীই সন্ত্রাসীদের রক্ষক ও মদতদাতা”, “অবিলম্বে সেনা ও ঠ্যাঙাড়ে সন্ত্রাস বন্ধ কর” ইত্যাদি দাবির স্লোগান।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর ২০২৫ সেনাবাহিনীর মদতপুষ্ট ৬ জন সশস্ত্র ঠ্যাঙাড়ে তবলাপাড়ায় প্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করলে এলাকাবাসী তাদের প্রতিরোধ করে এবং আটক করে। পরে সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়ে সন্ত্রাসীদের গ্রেফতার না করে তাদেরকে জনতার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। এতে বিক্ষুব্ধ জনতা কালাপানি এলাকায় প্রতিবাদ জানালে সেনাবাহিনী হামলা-লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে সন্ত্রাসীদের নিরাপদে গাড়িতে করে নিয়ে যায়। এ সময় সেনাবাহিনীর হামলায় অনেকে আহত হন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।