গুইমারায় বিভিন্ন স্থানে সেনাবাহিনীর অবস্থান, এলাকার জনমনে আতঙ্ক

গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ির গুইমারা উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীর অবস্থানের কারণে এলাকার জনমনে আতঙ্ক দেখা দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) গুইমারা ব্রিগেড ও সিন্দুকছড়ি জোন থেকে গুইমারার হাফছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১০০ জন সেনা সদস্য অবস্থান নিয়েছে
অপরদিকে নাইক্ক্যাপাড়া আর্মি ক্যাম্প থেকে আরেক দল সেনা সদস্য কুকিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে।
সেনাদের অবস্থানের কারণে হয়রানি ও নিপীড়নের ভয়ে বরইতলী ও কুকিছড়া গ্রামসহ আশেপাশের গ্রামগুলোর জনসাধারণের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একজন কার্বারি বলেন, গুইমারা রামসু বাজারে সাম্প্রদায়িক হামলার ভয় কেটে উঠতে না উঠতে এই বিপুল সংখ্যক সেনা মোতায়েনের কারণে এলাকার জনগণের মধ্যে তিনি আতঙ্ক লক্ষ্য করেছেন।
তিনি নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সতর্ক থাকতে এবং অন্যায় কিছু ঘটলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার পরামর্শ দেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
