গুইমারায় যুব নেতাকে অপহরণের পর সেনা-পুলিশের হাতে তুলে দেয়ার প্রতিবাদে লক্ষ্মীছড়িতে বিক্ষোভ

লক্ষ্মীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৩ মার্চ ২০২৪
খাগড়াছড়ির গুইমারায় সেনাসৃষ্ট ঠ্যাঙাড়ে সন্ত্রাসী কর্তৃক গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলা সভাপতি রিকেন চাকমাকে অপহরণের পর সেনা-পুলিশের হাতে তুলে দেয়ার প্রতিবাদে ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে লক্ষ্মীছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩ মার্চ ২০২৪) সকাল ১০টায় পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের হুদুকছড়িতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে ছাত্র-ছাত্রী, যুবক-যুবতীসহ বিভিন্ন এলাকার লোকজন অংশগ্রহণ করেন।
“পার্বত্য চট্টগ্রামে অন্যায় ধরপাকড় বন্ধ কর” শ্লোগানে মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষীছড়ি উপজেলা সাধারণ সম্পাদক রুপায়ন চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুবফোরাম লক্ষীছড়ি উপজেলা সভাপতি সচিব চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন লক্ষীছড়ি উপজেলা অর্থ সম্পাদক মনি চাকমা।
বক্তারা বলেন, গত ১ মার্চ সাংগঠনিক কাজে যাবার সময় গুইমারার বড়পিলাক এলাকা থেকে সেনাসৃষ্ট ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীরা গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলা সভাপতি দারাজ চাকমা (রিকেন)-কে অপহরণ করে শারিরীক নির্যাতনের পর গুইমারা ব্রিগেডের সেনাবাহিনীর হাতে তুলে দেয়। এর পর তাকে ‘অস্ত্র’ গুজে দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে এবং পরে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলহাজতে পাঠিয়ে দেয়।

বক্তারা অপরণকারীদের বিরুদ্ধে পুলিশ কোন পদক্ষেপ না নিয়ে উল্টো ভুক্তভোগী যুব নেতাকে গ্রেফতার দেখানোর ঘটনাকে ন্যাক্কারজনক ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেন।
তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে যারা নিপীড়িত জুম্ম জনগণের পক্ষে কথা বলছে, যারা খুন-গুম, নারী নির্যাতন, ভূমি বেদখলসহ অন্যায়-অবিচারের বিরুদ্ধে কথা বলছে হয় তাদেরকে খুন করা হচ্ছে, নতুবা অন্যায়ভাবে গ্রেফতার করে মিথ্যা মামলায় জেলেপুড়ে রাখা হচ্ছে। কিন্তু খুন, গুম, অপহরণের সাথে জড়িত ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত কোন পদক্ষেপ নেওয়া তো দূরের কথা বরং তাদেরকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে এসব ঘৃণ্য কাজে লেলিয়ে দেয়া হচ্ছে।
বক্তারা শাসকগোষ্ঠির এ ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
সমাবেশ থেকে তারা অবিলম্বে রিকেন চাকমাকে নিঃশর্ত মুক্তি ও অপহরণকারী ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।