গুইমারায় রামেসু বাজারের ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিলেন কাউখালী এলাকাবাসী

0


কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামেসু বাজারে সেনা-সেটলার কর্তৃক ক্ষতিগ্রস্তদের নিকট ত্রাণ বিতরণ করেছেন রাঙামটির কাউখালী এলাকাবাসী।

আজ মঙ্গলবার ( ২১ অক্টোবর ২০২৫) ‘কাউখালী এলাকবাসী’র ব্যানারে বিরতণ করা ত্রাণের মধ্যে রয়েছে এক পিক-আপ চাল, কাপড়-চোপড় ও হাঁড়ি-পাতিল এবং নগদ  ৪,২০,০৮০/- (চার লক্ষ বিশ হাজার আশি) টাকা।  

কাউখালী উপজেলার ৪টি ইউনিয়ন যথাক্রমে বেতবুনিয়া, কলমপতি, ঘাগড়া ও ফটিকছড়ির বিভিন্ন গ্রাম হতে এসব ত্রাণ সংশ্লিষ্ট গ্রামের যুব সমাজ ও মুরুব্বীরা উত্তোলন করেন। গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে যে যা পারে ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে চাল, কাপড়-চোপড় ও নগদ অর্থ প্রদান করেন।



ছাত্র, মুরুব্বী, জনপ্রতিনিধি, সমাজ সেবক ও নারী মিলে ১৮ সদস্যের ত্রাণ পৌঁছানোর দলটি সকাল ৮ টায় কাউখালী সদর থেকে গুইমারার উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে তাঁরা দুপুর ১২ পৌঁছান। উক্ত ত্রাণগুলো তারা ত্রাণ কমিটির নিকট জমা দেন। ত্রাণ কমিটির সদস্যরা ত্রাণ প্রাপ্তি স্বীকার পত্র প্রদান করেন।


কাউখালী এলাকাবাসীর ব্যানারে আজ যারা ত্রাণ নিয়ে গুইমারায় যান তারা হলেন –

১। উক্যজাই কার্বারী, কচুখালী, ঘাগড়া ইউপি, ২। ধন কুমার চাকমা, সাবেক চেয়ারম্যান, ফটিকছড়ি ইউপি, ৩। জ্ঞানেন্দু খীসা, সমাজ সেবক, কচুখালী, ঘাগড়া ইউপি, ৪। শশী রঞ্জন চাকমা, মেম্বার, ৫ নং ওয়ার্ড, ঘাগড়া ইউপি, ৫। ধর্ম মনি চাকমা, সমাজ সেবক, চেলাছড়া, ঘাগড়া ইউপি, ৬। বরূণ চাকমা, যব প্রতিনিধি, চেলাছড়া, ঘাগড়া ইউপি, ৭। একামুনি চাকমা, সাধারণ সম্পাদক, হিল উইমেন্স ফেডারেশন, কাউখালী উপজেলা শাখা, ৮। কোহেলী চাকমা, ছাত্র প্রতিনিধি, কাউখালী ডিগ্রী কলেজ, ৯। উষাতন চাকমা, চেয়ারম্যান, ফটিকছড়ি ইউপি, ১০। সাথুইমং মারমা সাবেক  মেম্বার , ১নং ওয়ার্ড,  ফটিকছড়ি ইউপি, ১১। অংচাজাই মারমা সাবেক মেম্বার, ২নং ওয়ার্ড, ফটিকছড়ি ইউপি, ১২। জগদীশ চাকমা, রানিং মেম্বার, ৪নং ওয়ার্ড , ফটিকছড়ি ইউপি, ১৩। পাইশিহ্লা  চৌধুরী,  বিশিষ্ট মুরুব্বি,  ডাবুয়া, ফটিকছড়ি ইউপি,  ১৪। ক্যথাং মারমা, মুরুব্বী, পচুপাড়া, বেতবুনিয়া ইউপি, ১৫। উবাই চিং মারমা, সভাপতি, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, বেতবুনিয়া ইউপি শাখা,  ১৬। চাইশিমং মারমা, মুরুব্বি, উপর কোলাপাড়া, কলমপতি ইউপি, ১৭। পাইরুইঅং মারমা, উপর কোলাপাড়া, কলমপতি ইউপি এবং ১৮। মামনি মারমা, সদস্য, হিল উইমেন্স ফেডারেশন, কাউখালী উপজেলা শাখা।

ত্রাণ কাজে অংশগ্রহণকারী হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী একামুনি চাকমা বলেন “ গুইমারায় রামেসু বাজারে গিয়ে ক্ষতিগ্রস্তদের দুর্দশা দেখে খুবই খারাপ লেগেছে। তাঁদের সুন্দর সাজানো বাড়ি-ঘর জ্বালিয়ে ছাড়খার করে দেয়া হয়েছে। তাঁরা খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছেন।”



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More