গুইমারায় শিক্ষক কর্তৃক ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ, স্কুলে সেনাবাহিনীর মহড়া!

0

অভিযুক্ত শিক্ষক জসিম উদ্দিন।


গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ২৮ জুলাই ২০২৫

খাগড়াছড়ির গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন কর্তৃক ৮ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। 

এ ঘটনা নিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে অবস্থান নিয়েছেন। চলছে সেনাবাহিনীর মহড়াও।

জানা গেছে, বিদ্যালয়ে ক্লাস চলাকালীন ছাত্রীদের নানাভাবে যৌন হয়রানি করতেন এই শিক্ষক। গতকাল (২৭ জুলাই ২০২৫) এক পাহাড়ি ছাত্রী ঘটনাটি তার মাকে জানায়। 

আজ সোমবার (২৮ জুলাই) সকালে ওই ছাত্রীর মা-বাবা বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে ঘটনার বিষয়ে অবহিত করেন। প্রধান শিক্ষক তাদেরকে অভিযুক্ত শিক্ষক জসিম উদ্দিনকে বিদ্যালয় থেকে বহিষ্কারের আশ্বাস প্রদান করেন বলে জানা গেছে।

এ ঘটনায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা প্রধান শিক্ষকের বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তারা বলেছেন, ‘শিক্ষক জসিম উদ্দিন কথায় কথায় ছাত্রীদের আপত্তিকর জায়গায় বেত দিয়ে মারধর করেন এবং ‘আদর’ করার নাম করে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করেন। অভিভাবক ও অন্যান্য শিক্ষকদের কাছে অভিযোগ করলে মেরে ফেলার হুমকি প্রদান করেন।’ অভিযোগপত্রে তারা ছাত্রীদের যৌন হয়রানির দায়ে শিক্ষক জসিম উদ্দিনকে অপসারণ করার দাবি জানান। 


এদিকে, উক্ত ঘটনা নিয়ে আজ সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ ও গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভিকটিম ছাত্রীর অভিভাবকদের ডেকে মীমাংসার চেষ্টার খবর পাওয়া গেছে। তবে কোন মীমাংসা হয়েছে কিনা তা এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত জানা যায়নি।

এদিকে, এ ঘটনায় শিক্ষক জসিম উদ্দিনের অপসারণ ও শাস্তির দাবিতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীূরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করলে পরে সেখানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়। এসময় বিপুল সংখ্যক সেনা সদস্যের উপস্থিতি দেখে শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

পরে সেনাবাহিনী অভিযুক্ত শিক্ষক জসিম উদ্দিনকে বিদ্যালয় থেকে বের করে তাদের গাড়িতে তুলে নিয়ে যায় বলে সর্বশেষ খবরে জানা গেছে। তবে তার বিরুদ্ধে কোন শাস্তিমূলক পদক্ষেপ নেয়া হয়েছে কিনা তার বিস্তারিত জানা যায়নি।

বিদ্যালয়ে সেনাবাহিনীর এক সদস্যদের দেখা যাচ্ছে। 



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More