গুইমারায় সাম্প্রদায়িক হামলায় শহীদদের স্মরণে রাঙামাটির বিভিন্ন উপজেলায় কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালন

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা সদরের রামসু বাজারে গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ সেনা-সেটলার কর্তৃক সাম্প্রদায়িক হামলার সময় সেনাবাহিনীর নির্বিচার গুলিতে শহীদ হওয়া আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থেইচিং মারমার স্মরণে ও হামলায় জড়িত সেনা-সেটলারদের বিচার দাবিতে রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলায় কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) “শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ”-এর পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি, কুদুকছড়ি এলাকায় এবং কাউখালী, নান্যাচর ও বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন স্থানে এই কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হয়।
রাঙামাটি সদর উপজেলা:
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল থেকে রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি বাজার, আবাসিক, ধর্মঘর, পুটিখালী, হাফ বাজার, সাপছড়িসহ বিভিন্ন এলাকায় দোকান, সিএনজি চালিত গাড়ি, ইঞ্জিন চালিত বোটে এই কালো পতাকা উত্তোলন করা হয়।

কাউখালী:
“শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ”-এর পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে রাঙামাটির কাউখালি উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালিত হয়েছে।
কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে জুনুমাছড়া, চেলছড়া, পানছড়ি, তালুকদার পাড়া, শুকনাছড়ি, লেভাপাড়া, শামুকছড়ি, মিতিঙ্গাছড়ি, যৌথবাগান সহ বিভিন্ন জায়গায় কালো পতাকা উত্তোলন করা হয়।
ফটিকছড়ি ইউনিয়নে ডাবুয়া বৃক্ষ ভানুপুর উচ্চ বিদ্যালয়, ডাবুয়া বাজার, বৃন্দাবন, ধুপছড়ি বাজার, নাভাঙাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কালো পতাকা উত্তোলন করা হয়।
বেতবুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান পাড়া, মহাজন পাড়া, চৌধুরী পাড়া, পচু পাড়া, কালা কাজি, শিলছড়ি উচ্চ বিদ্যালয়, দোকানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

বাঘাইছড়ি:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেকের উজোবাজার ও বঙ্গলতলী ইউনিয়ন এলাকায় বিভিন্ন দোকানপাট ও জনসমাগম স্থানে গুইমারায় সেনা-সেটলার হামলায় শহীদদের স্মরণে ও হামলঅ-হত্যাকাণ্ডের বিচার দাবিতে কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হয়।
আজ ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার সকালে “শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ’ এর পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে এই কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হয়েছে।


নান্যাচর:
খাগড়াছড়ি জেলার গুইমারা রামেসু বাজারে গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ সেনা-সেটলার কর্তৃক সাম্প্রদায়িক হামলায় সেনাবাহিনীর গু*লিতে শহীদ হওয়া আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মরণে এবং হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটির নান্যাচরে কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালিত হয়।
“শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ’র পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার নান্যাচর উপজেলা সদর এলাকা, ঘিলাছড়ি বাজার, রামহরি পাড়া, জুরাছড়ি, সরিদাস পাড়া, ১৮ মাইল, বেতছড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কালো পতাকা উত্তোলন করা হয়।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।