গুইমারায় সেনা-সেটলার হামলা, হত্যাকাণ্ডের প্রতিবাদে রামগড়ে পোস্টারিং

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
গুইমারার রামসু বাজারে সেনা-সেটলার হামলা, হত্যাকাণ্ড, অগ্নিসংযোগের প্রতিবাদে রামগড়ে হাতে লেখা পোস্টারিং করা হয়েছে।
আজ শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) এই পোস্টারিং করা হয় বলে জানা গেছে।
পোস্টারগুলোতে রামসু বাজার হত্যাকাণ্ডে জড়িত সেনাদের গ্রেফতার-শাস্তিসহ বিভিন্ন দাবি উল্লেখ রয়েছে।

রামগড় উপজেলার অন্তুপাড়া ,বনবিহার, পিলাক ঘাট, জিরো পয়েন্ট, লাচারী পাড়া, হাচুক পাড়া ,বড়বেলছড়ি, তৈচাকমা পাড়া, যৌথখামার স্কুল, সোনাইআগা, মরা কইল্যা, চাকমা পাড়া, ছদুর খীল, নতুন বাজার, কালাপানি, গুজা পাড়াসহ বিভিন্ন দৃষ্টিগ্রাহ্য স্থানে পোস্টার সাঁটানো দেখা গেছে।
পোস্টারগুলোতে যেসব দাবি উল্লেখ করা হয়েছে সেগুলো হলো- “গুইমারায় গণহত্যাকারী ব্রি. জে. সামসুদ্দীন রানার শাস্তি চাই, পাহাড়ি বিদ্বেষী ব্রি. জে. সামসুদ্দীন রানাকে প্রত্যাহার কর; রামেসু বাজারে গণহত্যার বিচার চাই; ৩ মারমা হত্যাকারীদের গ্রেফতার কর; ৩ মারমা হত্যাকারী সেনাদের শাস্তি চাই; মারমা কিশোরী ধর্ষকদের গ্রেফতার-শাস্তি চাই; গুইমারা থেকে সেনা ব্রিগেড প্রত্যাহার কর; রামেসু বাজারে হামলাকারী সেনা-সেটলারদের শাস্তি চাই; পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী নয়, মিশ্র বাহিনী চাই; পাহাড় থেকে সেনাশাসন তুলে নাও; রামেসু বাজারে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাও” ইত্যাদি।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।