গুইমারায় সেনা-সেটলার হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে দীঘিনালায় বিক্ষোভ

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ির গুইমারায় পাহাড়িদের ঘরবাড়ি দোকানপাটে অগ্নিসংযোগ, হামলা ও নির্বিচারে ৩ ব্যক্তিকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং জড়িত সেনা-সেটেলারদের গ্রেফতারের দাবিতে দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ, দীঘিনালা উপজেলা শাখা এই বিক্ষোভের আয়োজন করে।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সকাল ১১:৩০টার সময় এলাকার শিক্ষার্থীদের অংশগ্রহণে দীঘিনালার উদাল বাগান উচ্চ বিদ্যালয় হতে মিছিল শুরু হয়ে বাঘাইছড়ি দুঅর বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কলেজ ছাত্র বিভাস চাকমা ও স্কুলছাত্রী আদর্শি চাকমা।

বক্তারা বলেন, খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় মারমা কিশোরীকে ধর্ষণের বিচার ও সকল ধর্ষককে গ্রেফতারের দাবিতে জুম্ম ছাত্র জনতার আহ্বানে সড়ক অবরোধ পালনকালে গত ২৮ সেপ্টেম্বর গুইমারার রামসু বাজারে সেনা-সেটলাররা হামলা চালিয়ে তিন পাহাড়িকে হত্যা করেছে এবং বহু মানুষকে আহত ও ঘরবাড়ি, দোকানপাট পুড়িয়ে দিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে হামলারী সেনা-সেটলারদের গ্রেফতার ও বিচার দাবি করছি।
মিছিল ও সমাবেশে হামলার বিচার ও দোষীদের গ্রেফতার-শাস্তির দাবিতে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড প্রদর্শন করা হয় এবং শ্লোগান দেওয়া হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।