গুইমারায় সেনা-সেটলার হামলায় শহীদদের স্মরণে সাজেক বনানী বনবিহারে প্রার্থনা সভা

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ির গুইমারা রামসু বাজারে সেনা-সেটলার হামলায় শহীদ আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার সদগতি, গুরুতর জখম রোগীদের আশু আরোগ্য লাভ তথা বিশ্ব শান্তি মঙ্গল কামনায় সাজেকের বাঘাইহাট বনানি বন বিহারে অষ্টপরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান ও বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।
আজ শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) সকাল ৯টার সময় “উজোবাজার ও সাজেকবাসী” ব্যানারে আয়োজিত এ প্রার্থনা সভায় বাবু ধন চাকমার সঞ্চালনায় বিশেষ প্রার্থনা পত্র পাঠ করেন পরানী চাকমা।
অনুষ্ঠানে বিহারের ভিক্ষু সংঘ ধর্মীয় দেশনা প্রদান করেন।


প্রার্থনা সভায় গুইমারা সাম্প্রদায়িক হামলায় শহীদদের জন্য সদগতি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। একই সাথে আগামীতে যাতে এ ধরনের কোন ঘটনার সম্মুখীন হতে না হয়, পাহাড়ের মানুষ যাতে সুখ-শান্তিতে জীবন-যাপন করতে পারে তার জন্য মঙ্গল কামনা করে সমবেত প্রার্থনা করা হয়।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর গুইমারায় ‘শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ’ কর্তৃক তিন শহীদের সম্মানে আয়োজিত স্মরণসভা থেকে আজকে এই প্রার্থনা’র কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।